উজাগর
চাঁদ নেমেছে নদীর চড়ায়
জোছনাতে সব সাদা,
খেয়াঘাটের নৌকোখানি
খুঁটির সাথে বাঁধা।
হারান মাঝি সেই তো কখন
পৌঁছে গেছে ঘরে,
কোথায় যেন ঝাঁক শেয়ালে
হুক্কা হুয়া করে।
আশেপাশে জলপোকাদের
বিচিত্র সব স্বর,
শান্ত হয়ে ঘুমিয়ে আছে
লম্বা বালুচর।
রাতের তারা সবাই জাগে
নেই দু’চোখে ঘুম,
মানুষগুলোই ঘুমিয়ে আছে
তাই এত নিঃঝুম।
আমার এখন জাগার সময়
তাই রয়েছি জেগে,
জানতে পেলে আমার ওপর
মা যাবে খুব রেগে।।

জন্ম:- ১৯৭৬ খ্রীস্টাব্দে নদীয়া জেলার রাজারমাঠ গ্রামে।
বাবা: গোপাল বিশ্বাস। মা:- বীনাপাণি বিশ্বাস।
গ্রামের স্কুলে পড়াশোনা করে সেখানেই এখন শিক্ষকতার সঙ্গে যুক্ত। খুব ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার শুরু।দেশ, এবেলা, আজকাল, নবকল্লোল, শুকতারা, কিশোরভারতী, পরিচয়, কথাসোপান, গল্পগুচ্ছ, আরম্ভ, সৃষ্টির একুশ শতক, প্রমা সহ দুই বাংলার প্রচুর পত্র-পত্রিকায় গল্প, উপন্যাস প্রকাশিত হয়েছে। এ বছর কোলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ “মুখের মিছিল ও অন্যান্য “।