| 20 এপ্রিল 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

উজাগর

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
 
চাঁদ নেমেছে নদীর চড়ায়
জোছনাতে সব সাদা,
খেয়াঘাটের নৌকোখানি
খুঁটির সাথে বাঁধা।
 
 
হারান মাঝি সেই তো কখন
পৌঁছে গেছে ঘরে,
কোথায় যেন ঝাঁক শেয়ালে
হুক্কা হুয়া করে।
 
 
আশেপাশে জলপোকাদের
বিচিত্র সব স্বর,
শান্ত হয়ে ঘুমিয়ে আছে
লম্বা বালুচর।
 
 
রাতের তারা সবাই জাগে
নেই দু’চোখে ঘুম,
মানুষগুলোই ঘুমিয়ে আছে
তাই এত নিঃঝুম।
 
 
আমার এখন জাগার সময়
তাই রয়েছি জেগে,
জানতে পেলে আমার ওপর
মা যাবে খুব রেগে।।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত