| 4 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

কবিতা: ব্রেকাপ । ব্রতী মুখোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

প্রথম লাইন লিখে ডিলিট করেছি

দ্বিতীয় লাইন লিখে ডিলিট করেছি

দেড়শো শব্দের পরও ডিলিট ডিলিট

অপ্টিমাম বিশৃংখলা

রঙবেরঙের ছোবল

অঘোর আশ্লেষ— কাছেপিঠে কোত্থাও নেই

 

খাদে নেমে এল গলা, নিখাদ কী ধরা পড়ল না

 

থুতু দিলে, নিরপরাধ ঠোঁট

দোলের আগের দিন

পলাশ কুড়োবে বলে এনেইচ সিক্সটি, বিকেলবেলা সে

 

পালার বিবেকটিকে বাড়ি যা বলেছি

 

ডিলিট ডিলিট

আরও আরও একবার অন্ধ ব্রেকাপ

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত