১.
মুক্ত আকাশে,
মুগ্ধ আমি বন্দী মানুষ,
মুক্ত হাওয়ায়, মিলিয়ে যেতে ইচ্ছে হয়!
শতাব্দী পেরিয়ে তাকিয়ে আছি,
ঐ আকাশের দিকে,
আমায় নিয়ে চলো তোমার আসমানি বাড়িতে।
কিন্তু হায় আমি মানুষ উড়তে পারিনা,
ঐ যে দূর দিগন্ত দেখা যায় যতদুর,
কেবল তোমাকেই খুঁজি কিন্তু হায় !
আমি মানুষ উড়তে জানি না,
তাই তোমাকে কাছে পাই না !
২.
গামছা ভিজিয়ে শরীর মুছে বারান্দায় বসে আছি,
একটি কাক কা বলে চেঁচিয়ে উঠলো,
ঘরে যাবার আগে গ্রীলে ঝুলানো আয়নায় আমায় দেখলাম,
আমি কত সুন্দর, আমার হাসি সুন্দর,আমার আমি সুন্দর।
৩.
আমার শরীরের উত্তাপ ছড়িয়ে পড়ছে,
শরীরে ভীষন জ্বর
তোমার হাতের স্পর্শ
সুস্থ করে তুলছে ক্রমশ !
দুরত্ব ও প্রেম
ব্যস্তনপাতিক
এখন অংক কষে
বুঝে নাও।
৪.
চোখে ভীষন কম দেখি,
তোমাকে শেষবার কবে দেখেছি,
তা মনে রাখার জন্য চোখ ভালো না হলেও চলে;
চোখ আরো খারাপের দিকে যাচ্ছে,
প্রতিটি বইয়ের পৃষ্ঠায় কেবল তোমার নাম দেখছি,
একি দৃষ্টি ভ্রম না মায়া।
দর্শন বিভাগে অধ্যয়নরত। দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স নিয়ে আগ্রহী, তুলনামূলক দর্শন ও ইতিহাস নিয়ে চিন্তা ও লেখালেখি করেন। কবিতা ও লেখেন।