| 20 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

 

ঘর

এই কাগজের চোখ

একলাইন

কবিতা ভেবে রাংতার ভেতর ভেতর

আরও স্মার্ট

ফিরে আসা হচ্ছে

শব্দের একটা শান্ত দেরাজ

যে হাত

থেকে যাওয়া

হাতের ছায়া ফেলে দিতে দিতে

কেমন স্বাভাবিক

ভান করে

আর

ঘুরে বেড়ায়

নির্মিত স্মৃতির ভেতর

এই ঘর…

 

.

 

হ্যালো বলছে

একটা নিরুত্তর দেওয়াল

ছোট বাক্সের গায়ে

ঠাণ্ডা একটা বিজ্ঞাপন জুড়ে

কে

আগ্রহ লিখছে

অন্যমনস্ক

সংখ্যার পর সংখ্যায়

ফ্যালাসির মতো নির্বাচিত হচ্ছে সকাল

মুঠো করে

যে ছায়া তুলে আনার কথা

ভেতর ভেতর

যে মেরু

এই বারকোড

ছিঁড়ে ফেলেছে বারবার…

 

.

বাদামী উচ্চারণের দিন

একটা গভীর দিন

ভেতর থেকে

আঙুলে

পড়ে গেছে

স্ক্রল করতে করতে

ফ্ল্যাশব্যাক

যে সম্বোধন

ভাষাহীন একটা অভ্যাসের দিকে

হরফ হয়ে

কেমন

জলের মতো অপেক্ষায়

ন্যারেটিভের ওপর ন্যারেটিভ চড়ে বসছে

আবার কাঁচের ওপর কাঁচ

একটা নিষ্ঠুর বিজ্ঞাপন হয়ে

এই দাগ

এই প্রগাঢ় বাদামী উচ্চারণ…

 

.

 

চোখের ভেতরে চোখ

ভাষার যেপিঠে আলো

ভাঙা সিনট্যাক্স

তার

চোখের ভেতরে কার অন্যমনস্ক চোখ

সিন্থেটিক

সিঁড়ি লিখছে

দাঁত দাঁত ঘষতে ঘষতে

সারাদিন একটা আয়না

ভেসে থাকা

ভ্যালেনটিনা গান

এই মুদ্রা

এই শান্ত সিগনেচার

সামান্য একেকটা উচ্চারণে

কেমন

ফেটে পড়ছে…

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত