কবিতা : পরিণতি । ভারতী বন্দ্যোপাধ্যায়
অন্ধকার জানেনা তার উৎসমুখ, শুধু জানে
আলোর ঘন্টা বাজলেই তার ছুটি
তাই আলোর আবির্ভাবে
তাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে
হাঁটা দেয় অনিদৃষ্টতার পথে
প্রকৃতির মুখে আলো পড়ে
আলোর অনুকূলতা উৎপন্ন হয়
মাটির ঘরকন্না,
তবুও অন্বেষণ চলে অন্ধকারের জন্য
এক অনির্দিষ্টতা থেকে
আর এক অসাম্ভ্যতার দিকে
যেখানে বাঁধন ছেড়ে উড়ে যায়
বেশ কিছু দুঃখ রং-এর পাখি
অদ্ভুত এই টানাপোড়েনে দ্বন্দ্বে
পৃথিবীতে জন্ম নেয়
প্রেম বিরহ বিচ্ছেদ ভালোবাসা।