আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
অপেক্ষা
বলাই বাহুল্য
ট্রেনটা মাঝগ্রাম থামবে না
তবু স্টেশনটা অপেক্ষা করছে
হেমন্ত-দুপুর তাকে সঙ্গ দিচ্ছে
সঙ্গ দিচ্ছে পুরো একটা গ্রাম
আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল
আমাকে সঙ্গ দিয়েছিল
স্বপ্ন যার নাম
কাঞ্চনজঙ্ঘা দর্শন
ভোর, মহানন্দা
ওপারে ফুটে উঠছে
কাঞ্চনজঙ্ঘা
খানিক উম
কোথাও আর তেমন যাইতে-টাইতে
ইচ্ছে করছে না, কিংবা পৌঁছাইতে
মৃত্যুর ঠোঁটে চুমু খেয়ে বসিয়া আছি
মাটির এক উষ্ণ গহ্বরের লাগি
খানিক উম মিলবে তো নাকি!
কবি, গল্পকার
প্রকাশিত বই:
কবিতা: ভরা কটাল
ছোটগল্প: হাসিকান্না স্টোর