| 25 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
 
 
জোনাকি
 
ভাঙন ঠেলে ঠেলে এসে বসি
তপ্ত বালির জমিনে
যেখানে সমস্ত বৃষ্টি বিলীন হয়
সৃষ্টি হয় চাঁদ-পোড়া অন্ধকার
এমন অন্ধকারেই তো সারাদিন
শর্ত ভেঙে শর্ত তৈরি করি
হাঁপাতে হাঁপাতে হাতে তুলে ধরি
সান্নিধ্যের সানুপুঙ্খ মঙ্গলঘট
আর তার ভেতর থেকে একে একে
বেরিয়ে আসে রূপকথার জোনাকি
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
তন্দুর
 
অনবরত নেমে চলেছি পুড়তে পুড়তে
অথচ
কোন যন্ত্রণা নেই, আর্তনাদ নেই
শুধু স্বপ্নের ছাই কুড়োতে কুড়োতে
ভারী হয়ে উঠছে দু’হাত
এ-পথের পথিক কবে যে হয়ে গেলাম
চলতে
চলতে
নামতে
নামতে
ভাবি, এটাই কি জীবনের সেই তন্দুর
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
অশ্রু
 
ওই তো জ্যোৎস্নার ভেতর লুকিয়ে আছে ত্রিকালসখা
বাঁশি নয়, আমি কলমে ঠোঁট রেখে বিরহগীতি গাই
চমকিত করি না, আলোকিতও করি না জারব হৃদয়
বরং শব্দে শব্দে আলুলায়িত করে চলি মায়ার আল্পনা
প্রতিটি নির্ঘুমের চোখের পাতায় বসে কত যত্ন করে
সে এঁকে দেয় প্রেম, আর প্রেম শুধু এঁকে দেয় অশ্রু
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত