কোলাজ
আগামী দুদিন দেখা হচ্ছে না।
কেন? সেসব কৌতূহল থাক।
ভালবাসা যখন অভ্যাস, অদেখারা বড় দীর্ঘ।
এই যদি দোলাচল হতো
বাসছো কি বাসছো না নিয়ে তীব্র সংশয়
তখন এক দিন দেখা করলেই
অক্সিজেন সম্পৃক্ত হত ফুসফুস,প্লুরায় পেন্সিলস্কেচ।
আপাতত সেপ্টেম্বর…।
আগামী কয়েকদিন শ্রাবণ আর শরতের কোলাজ
প্রজেক্ট প্যারাসিটামল, চাতকচোখ ইচ্ছেবালিয়াড়ি
আর শপিং বোনানজা। দৃশ্যত সাময়িক।
টুকরো টুকরো কাগজের ঘরবাড়ি
বিরুষ্কার থেকে চোখ তুলতেই পে কমিশন, মেট্রো
বৌবাজার আর বিদ্যাসাগর, পলেস্তারা খসে পড়ে
এখনো অভুক্ত মেয়ে,ক্যাডবেরি ঠোটে ঘনিষ্ঠতা আঁচ
নগরায়ন শিল্পায়ন তবু সবুজায়ন ছাঁচ…।
ক্রমাগত সম্পর্কহীন শব্দঋণ। একের পর এক।
সাজিয়ে রাখছি রাতভোর। জানি আসবে,দেখা হবে
বলবে, কতটা নিখুঁত আমি বা কতটা অগোছালো।
দু’দিন বৈ তো নয়।

কবি