Categories
সাত পাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে ও দোলন রায়
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
‘বয়স শুধু সংখ্যামাত্র ‘ –সেই কথাটিকেই যেন বাস্তব রূপ দিলেন তারা। পাত্র ৭৫, পাত্রী ৪৯…তাতে কী ? ভালবাসার কাছে বয়স যে তুচ্ছ — তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।
দীর্ঘদিনের পার্টনার অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা দীপঙ্কর দে।
বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বসেছিল বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করলেন তাঁরা। সাদা পাঞ্জাবীতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গয়নায় দোলনও অপরূপা। হল মালাবদলও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।
বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর-দোলন। অবশেষে এক হল চার হাত।