কালবৈশাখীতে লন্ডভন্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গ মৃত ২
কলকাতা সহ দক্ষিণবঙ্গ এলাকায় কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার। এতে দুইজন নিহত হয়েছেন। ঝড়ের কারণে শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকাল থেকে কলকাতায় ঝড়ো হাওয়া ছিল। এদিকে পূর্ব বর্ধমান ও বুদবুদে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়ছে বলে জানা গেছে। তবে হতাহতদের নাম জানা যায়নি।
এদিকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে ঝোড়ো হাওয়ায় মুচিপাড়া থানার পুলিশের গাড়িতে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়।
বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। শনিবার সকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। অস্বস্তিকর গরমের মধ্যে ফের কাটাতে হতে পারে শহরকে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার উপর দিয়ে ঝোড়ো বাতাস থেকে কালবৈশাখীর উৎপত্তি। কলকাতাসহ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা