| 20 এপ্রিল 2024
Categories
খবরিয়া নারী

কন্যা জন্মালে সবুজ হয় যে গ্রাম

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

ভারতের রাজস্থান রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে কন্যা সন্তানের জন্ম হলে ১১১ টি গাছ লাগানোর প্রথা চালু আছে।

গ্রামটির নাম পিপালান্ত্রি। দক্ষিণ রাজস্থানের রাজসামান্দ জেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মিলে কন্যাশিশু রক্ষার্থে চালু করেছে এই অভাবনীয় উপায়।

শুধু ১১১ টি গাছ নয়,কন্যা সন্তানের জন্মের পরই তার নামে জমা করা হয় ৩১ হাজার টাকা। গ্রামবাসীর এই ট্রাস্টে গ্রামবাসী দেয় ২১ হাজার টাকা আর ১০ হাজার টাকা জমা করায় কন্যার  পিতা।

সূত্রঃ গ্লোবাল সিটিজেন

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত