আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
হাসি নিয়ে রোজ শুনি কত ধারাভাষ্য
ভাষ্যের ভেতরেও পাই নানা হাস্য!
কবিতায় চাঁদ হাসে পূর্ণিমা রাত্রে
এই কথা শুনে হাসে গণিতের ছাত্রে!
চাবুকের চড় দিলে হাসে নাকি ঘোড়া’রা
জোয়ান আছাড় খেলে হাসে ছুঁড়ি ছোঁড়া’রা!
মানুষ না দানবের হাসি’টা বিরক্তি
হাসি দেখে থেমে যায় হাসবার শক্তি!
দমফাটা বমফাটা কাঠফাটা হার্টফাটা
মাঠফাটা হাসিতে
অনেকের হার্টবিট নিমিষেই বেড়ে যায়
একশত আশিতে!
নাটক বা সিনেমায় ভিলেনের হাসি তাই-
সোনামনিদের কাছে দাম নেই আশি পাই!
কিছু কিছু লোক আছে, অকারণে হাসি দেয়-
হাসি চেপে রাখতেই কেউ ছোট কাশি দেয়!
দাঁতপড়া বুড়োদের হাসি খুব মজাদার
গালভরা খুশিভাব, কী দারুণ রসাদার!
দাদা-দাদি নানা-নানি সে হাসির রূপকার
নাতিপুতিদের মনে শালশা’র উপকার!
হা-হা, হি-হি, হো-হো করে হাবাগোবা হেসে যায়
কৌশলী হাসিতেও কেউ কেউ ফেঁসে যায়!
গম্ভীর মিশ্রিত মৃদু হাসি জ্ঞানীদের
সে রকম হাসি দেখি ধার্মিক-ধ্যানীদের!
শিশুদের হাসিতেই ভেজালের লেশ নেই-
কী-মধুর নির্মল, যা-লেখার শেষ নেই!
সব চেয়ে দামি হাসি বাবা-মা’র মুখেতে
সেই হাসি সুখ আনে ছেলে-মে’র বুকেতে
হাসি দিয়ে এইবার দেই পরামর্শ
সময় বুঝেই করো আনন্দ-হর্ষ!
ছড়াকার