তথ্যপ্রযুক্তি আইনে বাংলাদেশে আরেক লেখক ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

Reading Time: < 1 minute

 

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় আবার একজন লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত গতকাল বরিশালে কবি হেনরী স্বপনকে আটক করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী।

তিনি বলেন, খাগড়াছড়ির সদর থানায় ২০১৭ সালে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।

২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা করেন।

ইমতিয়াজ মাহমুদের ভাই পারভেজ বলেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে আমরা এখনও জানি না। আমরা কোর্টে আছি, কাগজপত্র হাতে পেলে বিস্তারিত বলতে পারব।

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>