গীতরঙ্গ চিঠি সংখ্যা: ছোট দুই ভাইবোনের চিঠি এবং ইন্দিরার জবাব
प्रधान मची भवन
PRIME MINISTER’S HOUSE
NEW DELHI January 30, 1972
Dear Parsa and Sayeed,
Thank you so much for your letter. Even though I am extremely busy, I try to reply to all my letters. You know that we in India have the greatest friendship for the people of Bangla Desh and admiration for their determination and spirit of sacrifice.
The period after independence is always the most difficult but I am sure that with the inspiring leadership of your Prime Minister and the dedication of the entire people, you will be able to overcome obstacles and that Bangla Desh will have a bright future.
With good wishes,
Yours sincerely,
(Indira Gandhi)
Parsa and Sayeed,
9, Minto Road, Dacca-2 (Bangla Desh)
ইন্দিরা গান্ধীর চিঠি
চিঠির অনুবাদ
প্রধানমন্ত্রী ভবন
নয়াদিল্লি
৩০ জানুয়ারি ১৯৭২
প্রিয় পরসা ও সাঈদ,
তোমাদের চিঠিটার জন্য অনেক ধন্যবাদ। আমি সত্যিই খুব ব্যস্ত, তবুও আমার সমস্ত চিঠির উত্তর দিতে আমি সবসময় চেষ্টা করি। তোমরা জানো যে আমরা ভারতীয়রা আজ বাংলাদেশের জনগণের বিশেষ বন্ধু। বাংলার জনগণের আত্মত্যাগের মহিমা এবং তাঁদের দৃঢ় সংকল্প আমাদের মনে শুদ্ধার ভাব বয়ে আনে।
স্বাধীনতার পরবর্তী সময়টা সর্বদাই অত্যন্ত কঠিন হয়ে থাকে কিন্তু আমি নিশ্চিত যে তোমাদের প্রধানমন্ত্রীর উদ্দীপনাময় নেতৃত্বে এবং জনগণের ঐকান্তিক চেষ্টায় তোমরা সকল বাধা দূর করতে সক্ষম হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে।
তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি।
পরসা ও সাঈদ
৯, মিন্টো রোড
ঢাকা—২ (বাংলাদেশ)
তোমাদের বিশ্বস্ত
ইন্দিরা গান্ধী
