লিপি
নদীপথ বাঁক নিতে নিয়ে
পুরুষ শব্দের গায়ে অতল যমুনা নেমে এলো
রসকলি ছায়া পড়লো মাংসাশী তমালে
দুঃস্বপ্ন দেখেছে ভেবে আন দেশে হরিদ্রাভ নারী
মধ্যরাতে জেগে ওঠে গাঙিনির কূলে।
সলতে উসকে দেয়। কাঁপা হাতে ঘৃতদীপ জ্বেলে
লিখে রাখে শেষ চিঠি শ্লোকের আখরে :
নাগরালি নট তুমি,
মেঘে মেঘে তবু দেখো বেলা
হেঁটে গেছে মথুরার পথে–
আমি গোয়ালিনী, একা, শ্যামতনু আখরে জানাই
কালো রঙ ভালোবাসো ব‘লে
হলুদ পাখির দিন ফুরিয়ে এসেছে,
আজ গোঠে বাজছে
অন্যনদী, অনন্ত সানাই…

কবি