মহামারির প্রভাবে ভারতে পারিবারিক ঋণ বাড়ছে
মহামারির প্রভাবে ভারতের মানুষের সঞ্চয় কমেছে অথচ দেনা বাড়ছে—এই কথা আগেই বলে সতর্ক করে দিয়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এবার সেই শঙ্কা আরও বাড়িয়ে দিল স্টেট ব্যাংকের গবেষণা প্রতিবেদন। তারা জানাল, খরচ চালাতে গত অর্থবছরে বিপুল পরিমাণ ঋণ করতে হয়েছে ভারতের বহু পরিবারকে। শুধু তা-ই নয়, সমীক্ষায় হুঁশিয়ারি, কোভিডের দ্বিতীয় ঢেউ যেভাবে ভারতকে আঘাত করেছে, তাতে আগামী দিনে আরও অনেক মানুষ ঋণে ডুবতে বাধ্য হতে পারেন।
ভারতের সংশ্লিষ্ট মহলের মতে, গত বছর মহামারি মানুষের রুটিরুজি কেড়ে নেওয়ায় আমজনতাকে সঞ্চয়ের ভাঁড়ারে হাত দিতে হয়েছিল। কিন্তু তাতেও যে অনেকের শেষ রক্ষা হয়নি, তা স্পষ্ট হলো ঋণ বৃদ্ধির এই পরিসংখ্যানে। স্টেট ব্যাংকের প্রতিবেদন বলছে, গত অর্থবছরে ভারতে পারিবারিক ঋণের পরিমাণ এক লাফে বেড়ে জিডিপির ৩৭ দশমিক ৩ শতাংশ হয়েছে, যেখানে তার আগের অর্থবছরে ওই হার ছিল জাতীয় উৎপাদনের ৩২ দশমিক ৫ শতাংশ।
তবে ব্যাংকে আমানত কমা মানেই মানুষ সঞ্চয়ে বিমুখ হয়েছেন, এমনটা মানতে নারাজ ভারতের মূলধনি বাজার বিশেষজ্ঞদের অনেকে। তাঁদের দাবি, ব্যাংকে সুদের হার দ্রুত কমছে বলে সেখানে টাকা রাখতে আগ্রহ হারাচ্ছেন বহু মানুষ। বরং আকৃষ্ট হচ্ছেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ারে বিনিয়োগে। অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডসের সিইও এন এস ভেঙ্কটেশ জানান, গত ৫ বছরে এসআইপি (মাসে মাসে ফান্ডে লগ্নি) প্রকল্পের মাধ্যমে ফান্ডে লগ্নি বেড়েছে ২ দশমিক ৫২ গুণ।

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।