| 24 এপ্রিল 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

বাসব মন্ডলের কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আজ ১৫ জানুয়ারী কবি বাসব মন্ডলের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


 

সেলাই

রোজ বাড়ি ফেরার সময়

পাড়ার মোড়ে

একবার দাঁড়াই

একজন বয়স্ক মুচি

জুতো সেলাই করে

বড় ছুঁচটা একপাশে ঢুকিয়ে

ওপাস দিয়ে বের করে

তারপর মোটা সুতোটা মুখে লাগিয়ে

জোড়ে টান

আমি শিখে নি

কারন আমি ও সারা রাত ধরে

দুঃখ সেলাই করি

পরের দিন বেড়োবো বলে

রিপু করা জুতো পড়ে

 

 

 

বিবাহ বার্ষিকী

জলপাই রঙের এলবামে রাখা

বিয়ের ছবিগুলো

আজ শিথিল লিঙ্গের মত

সিটিয়ে শুয়ে আছে

আজ আমাদের নষ্টামীর জন্মদিন

রজনীগন্ধা সাজিয়ে রেখেছি

সুগন্ধ ছড়াবে বলে

 

 

 

আজ জন্মদিনে

জীবন এখন ঘুমের সিনোনিম

খাবি খেতে খেতে

চুলকে নিচ্ছি আলসারগুলো

গিজমোর স্ক্রিনে জমাট হওয়া

আদ্রতার প্রলেপে খুঁজছি

হ‍্যামলিনের  বাঁশিওয়ালার সুর

অনেক পথ পেরিয়ে

আজ বুঝেছি

এন্টিসেপ্টিকের মত

দুঃখের ও এক্সপায়ারি ডেট থাকে

 

 

সমুদ্র

বিকিনি মন খুঁজে চলেছে সেই শামুক নিশুতি
যেখানে প্রেয়সী
শুষে নেবে ভালবাসা

আর অনন্ত সমুদ্র
সাক্ষী থাকবে
তৃষ্ণার…..

একটা পর একটা
তারপর আর একটা
আছড়ে পড়ছে আমার
আর আমার একাকীত্বের গায়ে
ভিজে বালির জঠরে
লেখা থাকছে
সম্ভোগের এপিটাফ

নোনা জলের বুকে
সুর বাঁধছে
দুঃখের অনুপ্রাশ

চলন্ত ঘড়ির কাঁটার মত
আজন্ম বেঁচে থাকে
উথাল পাথাল

রোদ চশমার আড়ালে
‘গোডোর’ জন্য অন্তহীন অপেক্ষা

ভেসে আসছে
ডাবের অর্ধেক মালসা-
আজ আমার একাকীত্ব
আশ্রয় নিয়েছে
উচ্ছিষ্ট শাঁসের শুষ্ক আঁতুড় ঘরে

পিনাকেল ছুঁয়ে
এক একটা ঢেউ
মিশে যাচ্ছে নিস্তরঙ্গ বালিয়াড়িতে
পড়ে থাকছে
ভাঙা ঝিনুক
আর ক্লেদহীন সলিল সমাধি
:
মেরিলিন…….
সিলভিয়া……
মধুবালা…….

এক একটা ঢেউয়ের নাম

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত