| 13 নভেম্বর 2024
Categories
খবরিয়া বিনোদন

কঙ্গনার বিরুদ্ধে মামলা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

বলিউড ‘কুইন’ কঙ্গনা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে যৌন ও শারীরিক হেনস্তার অভিযোগ এনেছিলেন। তারই পাল্টা জবাব হিসেবে এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদিত্য পাঞ্চোলি।

প্রায় এক দশক আগের ঘটনা নিয়ে ৫৪ বছরের আদিত্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন কঙ্গনা ও তার বোন রঙ্গোলি। আদিত্যের দাবী, তার বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনবেন বলে হুমকি দেন কঙ্গনার আইনজীবী। সে জন্যই মূলত ভারসোভা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে জানিয়েছেন ‘রেস টু’-র এই অভিনেতা।

এছাড়া নিজের পক্ষ সমর্থনে বেশ কিছু ভিডিও ও ফোনের রেকর্ডিংও পুলিশের কাছে পেশ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে এই অভিনেতা বলেন যে, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি খুব অবাক হয়েছিলাম যখন ২৫ এপ্রিল ভারসোভা থানার পুলিশ আমার বাসায় এসেছিল। সেদিনই আমি নিজের পক্ষ সমর্থনের কিছু ভিডিও ও ফোনের রেকর্ডিং পুলিশের কাছে পেশ করি এবং গত ১২ মে ভারসোভা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করি।

তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

 

 

 

.

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত