| 21 জানুয়ারি 2025
Categories
কবিতা সাহিত্য

‘ শূন্য এ বুকে…’

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

ভালোবাসার বারান্দায় চড়া রোদ
আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে!
পুনর্জন্ম আদৌ আলো না অন্ধকার তা কি সত্যিই কেউ জানি?
কপালে একটা পৃথিবী।
পৃথিবী নিঃস্ব।
একটা উড়ন্ত ফুটফুটে খয়েরি!
তুমি ফিরে গেলে
সবটুকু হাসি নিয়ে,রং নিয়ে…

ভালোবাসার বারান্দায় চড়া রোদ
আমি ঝলসে যাচ্ছি
ভীষণ আলোয় পুড়ে যাচ্ছে সব…

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত