আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ভালোবাসার বারান্দায় চড়া রোদ
আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে!
পুনর্জন্ম আদৌ আলো না অন্ধকার তা কি সত্যিই কেউ জানি?
কপালে একটা পৃথিবী।
পৃথিবী নিঃস্ব।
একটা উড়ন্ত ফুটফুটে খয়েরি!
তুমি ফিরে গেলে
সবটুকু হাসি নিয়ে,রং নিয়ে…
ভালোবাসার বারান্দায় চড়া রোদ
আমি ঝলসে যাচ্ছি
ভীষণ আলোয় পুড়ে যাচ্ছে সব…
কবি,গায়ক ও সম্পাদক