বিশ্বকাপ শুরুর আগেরদিন ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেট বিশ্বকাপ আসরে অংশ নিতে যাওয়া ১০ অধিনায়ক। বুধবার সবাই রানীর প্রাসাদে এই আমন্ত্রণ পেয়েছিলেন।
বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে সাক্ষাৎ শেষে লন্ডন মলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সবাই। সাধারণত কোনো ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টেডিয়াম বা স্টেডিয়াম চত্বরে। কিন্তু আইসিসি এবারের বিশ্বকাপে একটা বিকল্প আয়োজন করেছে। লন্ডনের মল চত্বরে এবারের এই অনুষ্ঠান হয়।
সব অধিনায়ক বামিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন দুপুর তিনটায়। একঘন্টার সেই সাক্ষাৎ শেষে সেখান থেকেই অধিনায়করা লন্ডন মল চত্ত্বরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। লন্ডন সময় বিকেল চারটায় এই অনুষ্ঠান শুরু হয়। দেড়ঘন্টা ব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠান চলে।
সব পর্ব শেষ। বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। ওভালে বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।
সূত্রঃ এনডিটিভি
.