| 20 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

মেঘমল্লার

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

 

তখন তাকে চিনতে পারি নি তো

সে ছিল এক অদ্ভুতুরে দ্বীপ

আমার দৃষ্টি মাঝদরিয়ায় একা

বৃষ্টি আমায় টানে পেছন দিক।

#

হঠাত আসা অসময়ের ফোনে

অসম্ভবের নির্দেশিকা শুধু

মায়ের প্রশ্ন “ কে ফোন করল এখন? “

দাদার ব্যঙ্গ কুজ্ঝটিকা টোনে।

#

তখন তাকে চিনব কেমন করে?

সে দ্বীপ হঠাত জাগে হঠাত ডোবে।

গুগল ম্যাপও অনিশ্চয়ে ভোগে

তার অস্তিত্ব কোন দ্রাঘিমায় ছোঁবে?

#

আজকে সে দ্বীপ দৃশ্য ভেদে ছায়া

কে ছিল সে ? রক্ষ? যক্ষ? মায়া?

আজও তাকে চিনতে পারি নি ঠিক

লালকমল না নীলকমল সে কে? কী?

#

 

মেঘমল্লার পেছন দিকে ঝরে

দৃষ্টি দেখে কুয়াশাময় অতীত

আজকে একা কাজল পরা রাতে

ভেসে আসছে মূর্ছনা- সঙ্গীত

#

মদির উষ্ণ তরঙ্গময় গীত

কেটে যাচ্ছে একলা রাতের শীত।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত