অঙ্গের অনঙ্গ থেকে
যে-তরঙ্গ আসে
আমার অনঙ্গ তাকে
যদি ভালোবাসে
মেঘে মেঘে উড়ে যায়
শাদা বালিহাঁস
আমরা দেখিনি কিছু
দেখেছেন কবি কালিদাস
দেখেছেন উদয়াস্ত
সুনীল আকাশ
২
ততক্ষণ
ভাবনা,
যতক্ষণ
তোমাকে
পাব না।
পেলেও
ভাববো,
কেননা
তোমাকে তো
ধরে রাখতে
পারবো না
৩
পথ ছেড়ে পথে যাই
পথে পথে যাই
সব পথ মিলে গেছে
তোমার পথেই
আমাদের
অন্য পথ নেই
৪
তোমার ভিতরে আমি
আমার প্রবাহ
আমার ভিতরে তুমি
তোমার প্রবাহ
আমরাই আমাদের দাহ
৫
উড়ে আসে তোমার সংকেত
ভাষাহীন উচ্চারণহীন
উড়ে যায় আমার সংকেত
ভাষাহীন উচ্চারণহীন
অঙ্গ কাঁদে অঙ্গে পরাধীন
আমরা সেই সংকেতেই লীন