| 19 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া

মোদীর টুইট

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

১৭তম ভারতীয় লোকসভা নির্বাচনের ভোটগণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশ হতে এখনো দেরি। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, জোট বাদে বিজেপি একাই ১৯৪টি আসনে জিততে যাচ্ছে। যার ফলে বিজেপির জয় এবারের নির্বাচনে সুনিশ্চিত।

২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপি পেয়েছিল ২৮২টি আসন।

আসন্ন জয়ের এই আনন্দ প্রকাশ করতে গিয়ে বৃহস্পতিবার এক টুইটবার্তায় মোদি বলেছেন: ‘‘সবার সঙ্গ + সবার বিকাশ + সবার বিশ্বাস = বিজয় ভারত

আমরা সবাই একসঙ্গে বড় হই।

একসঙ্গে সমৃদ্ধি লাভ করি।

একসঙ্গে আমরা একটি দৃঢ় ও সম্মিলিত ভারত গড়ব।

ভারত আবারও জিতে গেল!’’

এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) পেয়েছে ৩৪৩টি, কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ৯৩টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১০৬টি আসন।

 

 

 

.

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত