| 29 মার্চ 2024
Categories
এই দিনে গল্প সাহিত্য

লোকটা আত্মহত্যা করার জন্য মরেনি । মোজাফ্ফর হোসেন 

আনুমানিক পঠনকাল: 8 মিনিট
আজ ০৯ এপ্রিল কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।

mojaffor hossain
নিজের ইচ্ছায় পৃথিবীতে আসিনি, কিন্তু চলে যেতে চাই নিজের মতো করে দিনক্ষণ ঠিক করে। এই বলে বলে লোকটা আর মরল না। আমাদের গাঁয়ের একেবারে শেষ বাড়িটা ওর। আগে নাকি ওটাই এই অঞ্চলের কেন্দ্র ছিল। সরতে সরতে গ্রামটা উত্তর দিকে হেলে গেছে। কেন্দ্র বলে এখন আর কিছু নেই এখানে। চারিদিকে খামচা খামচা করে ঘরবাড়ি হয়েছে, সবখানে বাজার বসে প্রতি জুম্মার পর, সবখানে মুদিখানার দোকান, ডিসপেনসারি, ফ্লেক্সিলোডের ব্যবস্থা, চায়ের দোকান—সবই আছে। আমরা গ্রামের ওদিকটাই যাই বর্ষাকালে — ঢলে ও পুকুর উপচে চাষের জমিগুলো ডুবে গেলে মাছ ধরতে। বৃষ্টি শুরু হলে লোকটার খুপরির মধ্যে বসে থাকতে হয়। কোনো কোনো দিন অর্ধেকটা কেটে যায় বসে। লোকটা আসে, প্রথমবার যেমন দেখেছি তেমনই আছে। আমাদের গ্রামের সবচেয়ে বুড়ো মানুষগুলোও স্মৃতি থেকে ওর অন্য চেহারা আবিষ্কার করতে পারে না। তারাও নাকি কৈশোর থেকে এই চেহারা দেখে আসছে। এখানে এমনি করে তারাও একদিন মাছ ধরতে এসে লোকটার পাশে বসে তার গল্প শুনেছে। একই গল্প আমরা গাঁয়ের কয়েক-প্রজন্ম একমুখ থেকে শুনে আসছি। এই গ্রামে যাদের জন্ম হয়েছে বা হয় কিংবা হবে তাদের এই গল্প এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। জন্ম থেকে মৃত্যু একই গল্প শুনে যেতে হবে। 
গল্পটা তেমন আকর্ষণীয় কিছু না। তার উপর শুনতে শুনতে বৈচিত্র্য যা ছিল ছুটে গেছে কবেই। আমরা আশ্রয় পাই তাই শুনি। কথাটার আরেকটু ব্যাখ্যা করা প্রয়োজন। আমরা মাছ ধরতে এলে বৃষ্টি হবেই। আর বৃষ্টি হলে লোকটির ঘরে আশ্রয় নেয়া ছাড়া কোনো উপায় নেই। অতীতে, কোনো এক কালে, যারা গল্পটি শুনবে না বলে বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরেছে, পরদিন তাদের সকলে একজন একজন করে পুকুরে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর আর উঠে আসেনি। ওদের কয়েকজন বিষয়টি টের পেয়ে ডুব না দিয়েই গোসল সেরে উঠে এসেছে ডাঙায়। কিন্তু অক্সিজেনের জন্য ছটফট করতে করতে ফের ফিরে গেছে সেই পানিতে। ডুব দিয়ে না-উঠে আসাদের দলে যুক্ত হয়েছে। এই ঘটনার পর থেকে আর কেউ সেই পুকুরের মাছ ধরে খায়নি। আর কেউ এখানে মাছ ধরতে এলে বৃষ্টিতেও ভেজেনি। তাই আমরা বৃষ্টি আসা মাত্রই লোকটির চালার নিচে আশ্রয় নিই। তার গল্প শুনি; শুনি মানে নিজেদের মধ্যে কথা বলতে বলতে মাঝে মাঝে ‘আচ্ছা?’ ‘তারপর?’ এসব বলে তাল দিই। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লোকটির গল্পে বুদ হয়ে যাই। পুরো গল্পটা আমাদের জানা, তবুও মনে হয় যেন না শুনলে কিছু বাদ পড়ে যাবে। 
তুমি আত্মহত্যা করো না কেন? আমরা জিজ্ঞাসা সেই প্রশ্নটি। আমরা তাকে কোনো সম্পর্ক দিয়ে সম্বোধন করি না। কারণ এত প্রাচীন কোনো মানুষকে কি বলে সম্বোধন করতে হয় আমাদের কেউ শিখিয়ে দেয়নি। 
মনে কোনো সুখ পাই না যে? লোকটি উত্তর দেয়। 
তাই তো। এইজন্যে তো তোমার আত্মহত্যা করা উচিত। সুখ না থাকলেই তো মানুষ আত্মহত্যা করে! আমরা উৎসাহ জুগিয়ে বলি। 
কিন্তু আমি মরতে চাই সুখে। পরম সুখে যখন আমার ভেতরটা ভরে উঠবে, চরম তৃপ্তিতে যখন আমার গল্পগুলো পাথরের মতো জমে যাবে— তখনই আমার মৃত্যু হবে। 
এভাবে একা একা থাকতে কষ্ট হয় না তোমার? আমরা ফের তাকে কষ্টের জায়গায় নিয়ে যেতে চাই। কারণ আমাদের ধারণা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা মানুষ কেবল কষ্টেই আত্মহত্যা করে। 
হয় বলেই তো বেঁচে আছি। আমি এভাবে একা থাকার কষ্ট নিয়ে মরতে চাই না। লোকটি বলে। 
এই বাক্যবিনিময় আমাদের নতুন না। আমাদের বাবা-চাচারাও, তারও আগে দাদা এবং দাদার বাবারাও এভাবে বসে বসে একই কথা বলেছেন। আজ যারা শিশু কিংবা অনাগত তারাও একদিন আমাদের মতো বৃষ্টিতে আটকে পড়ে এভাবে এই প্রশ্নগুলো করবে। আমাদের ভূমিকা আগে থেকেই নির্দিষ্ট। এখন আর মনে করে কিংবা নতুন করে কিছু বলতে হয় না। লোকটার এই খুপরিতে বসলেই আমরা ইতিহাসের চরিত্র হয়ে উঠি। আমরা বলি যা আমাদের বলা উচিত। এরপর আমরা জানতে চাই, একা থাকার কষ্ট নিয়ে মরতে যখন চাও না, তখন কাউকে নিয়ে থাকলেই পারো? এরপর যখন ভালো লাগে তখন আত্মহত্যা করবে? 
ভালো লাগা আর সুখ তো এক উপলব্ধি না। লোকটি বলে। 
তবে তোমার সুখ আসবে কিসে, যে সুখে তোমার আনন্দে আত্মহত্যা করতে ইচ্ছা করবে? আমরা হতাশ হয়ে জানতে চাই। 
তখনই যখন তোমরা আমার গল্পকে সত্য বলে বিশ্বাস করবে। মনে করবে আমার গল্পটাই তোমাদের একমাত্র অতীত। বিদ্যালয়, জ্ঞান-বিজ্ঞান যা কিছু শেখায় সব বানানো। তোমাদের এই বিশ্বাসে আমার মুক্তি, মুক্তি তোমাদেরও। লোকটি বলে। 
আমরা এবার তার গল্পটা শোনার জন্য অস্থির হয়ে উঠি। এবং মনে মনে প্রতিজ্ঞা করি, গল্প যেমনই হোক, আমরা আজ বিশ্বাস করেই উঠবো। এবার আমরা গল্পের মুড়োটা ধরিয়ে দিতে প্রশ্ন করি তাকে— আমরা তোমার জন্ম ও বেড়ে ওঠা কালের কথা জানতে চাই? 
লোকটি চুপ করে থেকে বলে, এখানে তখন নদী ছিল। ঢেউ-খেলা নদী। বাণিজ্য আসতো দূর দেশ থেকে। এখানেই আমার জন্ম। নদীটা আর নেই দেখে তখন আমাদের মনে কষ্ট জাগে। আমরা তখন বন্যা ও বানের জলে তলিয়ে যাওয়া বিস্তীর্ণ ধানি জমিনের দিকে তাকিয়ে উদাস হয়ে যাই।
নদীটা এখান থেকে সরে গেল কিভাবে? আমরা জানতে চাই। 
সরে যায়নি তো! আত্মহত্যা করেছে। লোকটি বলে। 
নদীর আত্মহত্যার বিষয়টি আমরা কিছুতেই মেলাতে পারি না। আত্মহত্যা বলতে আমরা গলাই দড়ি দিয়ে ঝুলে পড়া অথবা বিষ খাওয়া বুঝি। শহরে ঘুমের বড়ি খেয়ে কিংবা ট্রেনের নিচে শরীর দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে বলে শুনেছি। একটা নদী এর কোনোটাই করতে পারবে না। আমরা না চাইলেও তখন লোকটার গল্প নিয়ে আমাদের মনে অবিশ্বাস জাগে। আমাদের তখন বিদ্যালয়ে শেখানো বুলির কথা মনে পড়ে যায় — পৃথিবীতে জড়বস্তু কোনো কাজ করতে পারে না। জড়বস্তু হলো অবজেক্ট। বিধেয়। প্রাণ যার আছে সেই সাবজেক্ট; মানে উদ্দেশ্য। নদীর কি তবে প্রাণ থাকে? বিজ্ঞান তো সে-কথা বলে না। যে পানি ছাড়া প্রাণ হয় না, সেই পানি নিজে নিষ্প্রাণ হয় কেমন করে? আমরা তখন বিশ্বাস-অবিশ্বাসের দোলায় দুলতে থাকি। আমরা তখন লোকটার গল্পে বিশ্বাস ফেরাতে নদীর আত্মহত্যার কথা ভুলে যেতে চাই। ভুলে যেতে চাই সমস্ত জ্ঞান-বিজ্ঞানের কথা যা আমরা স্কুলের বিজ্ঞান বইতে পড়েছি। গল্পের বাকিটা শোনার জন্য উৎসুক হয়ে তাকিয়ে থাকি লোকটার দিকে। 
নদী গেলে শূন্য জায়গাটা ভরাট হলো বৃক্ষে। গাছে গাছে মাঠ পেরিয়ে গেল দিগন্ত। জলের মানুষ নেমে পড়ল জঙ্গলে। জেলে তখন শিকারি কিংবা চাষি হলো কাঠুরে। 
তখন কি ইংরেজরা এসেছে? নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলো কি এর পরেই? নাকি তারও আগে — ভারতে তখন সুলতান-মুঘলদের শাসন? আমরা তখন এভাবে ইতিহাস পাঠ থেকে সময়টাকে মেলাতে চেষ্টা করি। এই প্রশ্নটা আমাদের বাবা-দাদারা করতেন না। প্রতিটা প্রজন্ম একটা একটা করে নতুন প্রশ্ন আনে। আমরা এনেছি এটা। প্রশ্নের কোনো উত্তর আসে না দেখে আমরা জানতে চাই, পানি পথের যুদ্ধ কি সেই নদীর কোথাও হয়েছিল কিংবা তারও শতশত বছর আগে লক্ষণ সেনের দুর্গ বরাবর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির ঘোড়া ছুটেছিল কি সেই জঙ্গল ধরে? 
লোকটা এবার মুখ খোলে। বলে, যুদ্ধ একটা হয়েছিল বটে। মানুষে-মানুষে নয়। মানুষে-জ্বিনে। পৃথিবী দখলের যুদ্ধ সেটা। এই প্রান্তর-জুড়ে তখন উঁচু উঁচু পাহাড়। দিগ্বিদিক মরুভূমির মতো খাঁ খাঁ শূন্যতা। পরাজিত হয়ে জ্বিনেরা মর্ত্যরে সংসার গুটিয়ে চলে গেল সেই শূন্যতা ধরে। সঙ্গে পাহাড়গুলোও ভেসে গেল তুলোর মতো। পড়ে রইল সমতল ভূমি আর নিহত কতগুলো মানুষ। আমার ঘরটা ছিল পাহাড়ের গায়ে, সেই অংশটুকু কেবল সামান্য হয়ে রয়ে গেল। এরপর আমরা লোকটির ঘরের চারপাশে তাকিয়ে বুঝতে পারি ঘরটি সমতল থেকে বেশ কিছুটা উপরে, বুঝতে পারি এই কারণেই মাঠের বন্যা কখনোই এই ঘরে ওঠে না। লোকটির গল্প তখন আমাদের কাছে বিশ্বস্ত হয়ে ওঠে। আমরা তখন সেই যুদ্ধ সম্পর্কে জানতে চাই। এবং প্রতিবারই এই কথা জানতে চেয়ে ভুল করি। কারণ এরপর জ্বিনদের সম্পর্কে লোকটি যা বলবে তার কোনোটাই আমরা বিশ্বাস করতে পারবো না। আর জ্বিনে অবিশ্বাস আনা যে মহাপাপ তা আমাদের কারোরই অজানা নয়।
জ্বিনের গোত্রপ্রধান ছিল একজন নারী। লোকটা বলে যায়। নাম তার 
খাইরনবিলতোমিসকিরনিহানতু। লম্বা নামটি লোকটি প্রতিবারই খুব যত্ন করে উচ্চারণ করে। তখন ওর চোখেমুখে ঝিলিক দিয়ে আলো খেলে যায়। আমরা ধরে নিই, জ্বিন-নারীর সঙ্গে লোকটির কোনো সম্পর্ক ছিল। তখন আমরা আরও বেশি করে ঐ জ্বিন-নারীকে নিয়ে প্রশ্ন করি। লোকটি আর কোনো কথা বলে না। আমরা তখন হতাশ হয়ে জানতে চাই, তুমি কি তবে সেই যুদ্ধে প্রতিপক্ষ হয়েছিল ঐ জ্বিন-নারীর? মানুষের পক্ষে নেতৃত্বে দিয়েছিলে যুদ্ধে? 
লোকটি এই প্রশ্ন শুনে গল্পে আগ্রহ ফিরে পায়। হাসতে থাকে। বলে, দুপক্ষের যুদ্ধে সবসময় জয়ী হয় মৃত্যু। নাশ। আমি মরতে চাইনি ওভাবে, অনিশ্চয়তার মধ্যে। আমি সবসময় চেয়েছি মৃত্যুটা আমার ইচ্ছামতো দিনক্ষণ ঠিক করে হোক। একটা প্রশান্তির ভেতর দিয়ে আমি যেন মৃত্যুর সঙ্গে মিশে যেতে পারি। যেভাবে আমার বিস্মৃতি থেকে জন্ম হয়েছিল স্মৃতিতে, সেভাবেই যেন স্মৃতি থেকে মিশে যাই মহাস্মৃতির ভেতর। 
এরপর আমরা আমাদের বয়সের দোষে সেই প্রশ্নটা করি— খাইরনবিলতোমিসকিরনিহানতুকে কি তুমি ভালবাসতে? তোমাদের মধ্যে কি প্রেম ছিল? 
লোকটি এই প্রশ্নের জন্য কখনোই প্রস্তুত থাকে না। বছরের পর বছর ধরে আমরা তাকে এই প্রশ্ন করে আসছি। লোকটি প্রতিবারের মতো এবারও চমকে ওঠে। থতমত খেয়ে বলে, আমাদের মধ্যে কখনো কোনো কথা হয়নি। এই পাহাড়াটা ছিল ওদের। আমি ছিলাম আশ্রিত। লোকটি এমন করে বলে যেন আমরা এখন কোনো পাহাড়ের উপর বসে আছি। এরপর বৃষ্টি থেমে গেলে আমরা গল্পের মাঝখান থেকেই বেরিয়ে আসি মাঠে, মাছধরার কাজে। 
আমরা চলে এলেও গল্পটি আমাদের মাথার ভেতর রয়ে যায়। যেহেতু জ্বিনের গল্প, আমরা অবিশ্বাস করতে পারি না। হুজুর বলেছেন, জ্বিনের গল্পে অবিশ্বাস করলে ঈমান থাকবে না। আবার জ্বিন-মানুষের যুদ্ধের উল্লেখ পবিত্র গ্রন্থের কোথাও আমরা খুঁজে পাই না। বিশ্বাস-অবিশ্বাসের মাঝে আমাদের তৃতীয় পক্ষের সন্ধান করতে হয়। আমাদের জানা, এই গাঁয়ে একসময় শত শত জ্বিনের বাস ছিল। বাবা-চাচাদের কাছে জ্বিনের অনেক গল্প শোনা হয় তখন। তারা কেউ চান না, আমরা জ্বিনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি, তাই তারা আরও জমিয়ে রসিয়ে রসিয়ে জ্বিনের সঙ্গে মানুষের সুসম্পর্ক ও বিরোধের গল্প বাঁধেন। এসব গল্প তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমরাও পেয়ে যাই আগত প্রজন্মের জন্য। 

আরো পড়ুন: সাদিয়া সুলতানার গল্প তিরু, তোর জন্য

গ্রামটি শহরের পোশাক পরার পর জ্বিনে-ধরা মানুষের সংখ্যা কমে যায়। স্বভাবে কারও বেখেয়ালি বা অস্বভাবী ভাব দেখা দিলে মাথার গ-গোল বলে শহরে চিকিৎসা নেওয়া হয়। কিন্তু শহরের ডাক্তার যেদিন নিজেই তার স্ত্রীর চিকিৎসার জন্য আমাদের গাঁয়ের জুমাত ওঝার কাছে ছুটে আসে, তখন আমাদের ভুল-ভাঙে। আমরা তখন জুমাত ওঝার কাছে ছুটে যাই। জুমাত ওঝার সঙ্গে জ্বিনের নিত্য ওঠাবসা। ভালো-মন্দ, নারী-শিশু, সব ধরনের জ্বিন আসে তার কাছে। দুজন যমজ জ্বিন-বোন সবসময় তার দু-কাঁধে থাকে। একজন তাকে কামড়িয়ে দিলে জুমাত ওঝার পা দিয়ে গলগল করে রক্ত ঝরে; অন্যবোন ওঝা হয়ে ঝেড়ে দিলে সব রক্ত মুহূর্তেই মিশে যায় বাতাসে। অনেকে সেই রক্তঝরা দেখেছে বলে আমরা শুনি। 
জ্বিনের অস্তিত্ব নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ না থাকলেও জ্বিন মানুষের যুদ্ধ নিয়ে আমাদের মনে অবিশ্বাস পাক ধরে। আমরা জুমাত ওঝার কাছে ছুটে যাই। ও আগে থেকেই উঠোনে পিড়ে সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করে। আমাদের জিজ্ঞাসা তার অজানা নয়, তবুও কণ্ঠ ভারি করে বলে, বল তোরা কি জানতে চাস? 
আমরা তখন জ্বিন-মানুষের যুদ্ধের সত্যতা নিয়ে প্রশ্ন তুলি। সে তখন দম ধরে থেকে তার দু-কাঁধে থাকা দুই নারী জ্বিনের কাছে আমাদের প্রশ্ন পৌঁছে দেয়। দুই রকম কণ্ঠে তাদের পরস্পরবিরোধী দুইরকম বয়ান আমাদের শোনায়। একজন বলে এইরকম একটা যুদ্ধের কথা সেও শুনেছে তার পূর্বপুরুষদের কাছে। অন্যজন বলে, জ্বিনেরা বৃক্ষের মতো নির্যুদ্ধ জাতি। এরপর ফের প্রথম নারী কণ্ঠ বলে, এরকম যুদ্ধ যদি হয়েই থাকে তাহলে সেই যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে। কারণ মানুষ মাটি দিয়ে তৈরি আর জ্বিন আগুনের। আগুনের সঙ্গে মাটির কোনোদিনই পেরে ওঠার কথা না। 
দুই নারীকণ্ঠের কথা শুনে আমরা তখন লোকটির গল্পে বিশ্বাস হারাতে বসি। কিন্তু আমরা ভুলে যেতে পারি না, বিশ্বাস হারালে এই গল্পের ধাঁধাঁ থেকে কোনোদিনই বের হতে পারবো না। যেমন আমাদের পূর্বপুরুষেরা পারেনি। আমাদের মধ্য থেকে তখন ঐ দুই নারীভাষ্য নিয়ে প্রশ্ন ওঠে। আমরা স্মরণ করি পবিত্র গ্রন্থের কথা— সাক্ষ্যদানের ক্ষেত্রে এক পুরুষের বিপরীতে দুই নারীসাক্ষ্য গ্রহণযোগ্য। কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলেছেন, নারীরা সহজেই ভুলে যায় কিংবা অল্পতে ভুলবোঝে। আমরা তখন জুমাত ওঝার কাছে কোনো পুরুষ জ্বিনের বয়ান চাই। জ্বিনদের মধ্য প্রবীণতম জ্বিনের ভাষ্য শোনানোর আবদার করি। জুমাত ওঝা খানিক চুপ মেরে থেকে জানায়, সবচেয়ে প্রবীণ জ্বিনের বয়স এক হাজার বছর। এরপর সে কণ্ঠ বদলে আরও বৃদ্ধকণ্ঠে বলে, মানুষের তৈরি ইতিহাসে সে বিশ্বাস করে না। মানুষ জ্বিনের ইতিহাস তো জানেই না। নিজের ইতিহাসও ভুল জানে। 
আমরা সঠিক ইতিহাসের কথা জানতে চাইলে সেই প্রবীণতম জ্বিন বলে, ইতিহাস শেখানো তার কাজ না। তার কাজ মানুষরূপী জ্বিনদের গতিবিধির নজরদারি করা। 
এরপর আমরা মানুষ এবং জ্বিনের মধ্যকার সেই ঐতিহাসিক যুদ্ধের কথা জানতে চাই। যুদ্ধের সত্যতা নিশ্চিত করে সে বলে, হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া সেই যুদ্ধে তিন হাজার ছয়শ আটজন জ্বিনের মৃত্যু ঘটে। আমরা মানুষের হিসাব জানতে চাইলে সে বলে, একজন মানুষও বাঁচেনি সে যুদ্ধে। 
এই প্রবীণতম জ্বিনের ভাষ্য সঠিক হলে গাঁয়ের ঐ প্রাচীন লোকটির বেঁচে থাকা মিথ্যা হয়ে যায়। আমরা জুমাত ওঝার কাছ থেকে কোনো সিদ্ধান্তহীন অবস্থায় ফিরে আসার সময় সিদ্ধান্ত একটা নিয়ে ফেলি— রাতের অন্ধকারে লোকটিকে খুন করার। ওর গল্প থেকে বের হওয়ার জন্য এই একটি পন্থা তখন আমাদের মনে আসে। যেহেতু তার গল্প আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবো না, সেহেতু সে কোনোদিনই পরিপূর্ণ তৃপ্ত হবে না। ফলে সে আত্মহত্যা করতে পারবে না। বেঁচে থাকবে অনন্তকাল। আমরা খুনের সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকে হাতে দা-কাস্তে নিয়ে রওনা দিই পূর্বপুরুষদের মতো। 
আমরা জানি লোকটি তখন ফুটন্ত জোছনায় পিঠ পেতে বসে থাকবে। আমাদের হত্যা করতে যাওয়ার বিষয়টি তার অজানা থাকবে না। আমরা গিয়ে লোকটির সামনে দাঁড়াবো। আমাদের হাতের ধারালো অস্ত্র জোনাকি পোকা আর চাঁদের আলোয় ঝলক দিয়ে উঠবে। 
এখন তো মাছধরার সময় না! লোকটি বলবে। 
তুমি সত্যিই বেঁচে আছো কিনা আমরা তার পরীক্ষা নিতে এসেছি। হাতের অস্ত্রগুলো দৃশ্যপটে এনে আমরা বলবো। 
তোমরা তো আমাকে মারতে পারবে না— বলে লোকটি হাসতে থাকবে। কুৎসিত হাসি। আমরা বিস্ময়ে বিরক্তির সঙ্গে তাকিয়ে থাকবো ওর দিকে। 
তোমরা নিজেরাই তো মরে গেছ সেই কবে। জ্বিন মানুষের যুদ্ধে। আমাকেও মেরে ফেলা হয়েছিল। কিন্তু আমি বেঁচে আছি, কারণ আমি আত্মহত্যা করেই মরতে চেয়েছি। লোকটি বলবে। 
তাহলে আমরা কে? আমরা তখন প্রশ্ন করবো। 
তোমরা কেউ না। লোকটি এমন করে বলবে যেন নিজের সঙ্গে নিজে কথা বলছে। 
তবে আমরা আছি কেন? আমরা সমবেত কণ্ঠ উত্তেজিত হয়ে জানতে চাইবো। 
তোমাদের থাকা আমার কল্পনা মাত্র। কল্পনার এই যন্ত্রণা থেকে মুক্তি পেলে বুকভরা আনন্দে আমি আত্মহত্যা করতে পারবো। তোমাদের বিশ্বাসে আমার মুক্তি। আমার মুক্তিতে মুক্তি তোমাদেরও। 
আমাদের তখন মনে পড়ে শতশত বছর আগে একদল যুবক এভাবেই লোকটিকে খুন করতে এসে আর ফিরে যায়নি গাঁয়ে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত