Reading Time: < 1minute
অভিনেতা মনোজ বাজপেয়ীর কেরিয়ারের অন্যতম উল্লেখ্য সিনেমা হল, ‘সত্য’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘পিঞ্জর’ এবং ‘আলিগড়’। শনিবার এই অভিনেতা নিউ দিল্লিতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন । ৪৯ বছরের মনোজ বাজপেয়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে এক জমকালো অনুষ্ঠানে চতুর্থ উচ্চতম সিভিলিয়ান আওয়ার্ডটি গ্রহণ করেন। তারপরে তিনি টুইট করেন, ‘‘আমি খুবই সম্মানিত এবং সৌভাগ্যবান”। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ও মনোজ বাজপেয়ীকে বর্ণনা করা হয়েছে, ‘‘একজন খ্যাতনামা অভিনেতা হিসাবে। যিনি নিজের ভার্সেটাইল চরিত্র চিত্রায়নের জন্য বিখ্যাত। ৬০টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করে ফেলেছেন।” শুধুমাত্র রাষ্ট্রপতিই নয়, মনোজ বাজপেয়ী কে তার সহকর্মীরাও এই খবর পাবার পর টুইটারে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন।
সূত্রঃ ১৯/২০