Reading Time: < 1 minuteএকদিন আক্ষেপে জেগে উঠবে প্রাচীন ক্ষত,
বহুদূরের নক্ষত্র পথ ফেলে, সূচিত্রা সেন নেচে উঠবে বুকের অতলে, অজ্ঞাতকালে!
বোবাকান্না এসে তছনছ করে দেবে-
বহু আরাধ্য গভীর ঘুম, অনাদরে ফিরিয়ে দেয়া প্রণয়
ফিরে আসবে বিষতীর হয়ে, বিদ্যুতবেগে!
মধ্যদুপুরে প্রকাশ্যে চিল এসে
ছোঁ মেরে নিয়ে যাবে বহু আদরে লালিত বাবুইপাখি!
হাওয়ায় ভাসবে মৃত্যুর আর্তনাদ!
তবু ট্রেনের দীর্ঘ হুইসেল শেষে,
মৃত্যুর খানিক আগে, শ্বাসরুদ্ধ কালে,
বেজে উঠবে, প্রিয়তম সংগীত,
শুবার্টস সেরেন্ডে!
Related