আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আজ ১৬ আগষ্ট কবি ও সাংবাদিক নবনীতা ভট্টাচার্য্যের জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
নিমজ্জিত
পাঁজরে জমেছে বিষ
চারিদিকে বিস্তীর্ণ অসুখ
সভ্যতার রূঢ় অন্ধকারে
হারিয়ে যায় খোঁজ
পরাবাস্তব অনুভূতি
মধ্যরাতের স্বপ্ন ভেদ করে
বেড়িয়ে আসে কাটা মাংসের হাড়
আমিও নিমজ্জমান।
অপার্থিব মুহূর্তরা
শাসক যখন শোষক হয়
নেমে আসে জঙ্গলের স্তব্ধতা।
হিংস্র পশুর মহোত্সব চারপাশে
উল্লাসে কান রাখা দায়
বারো মোষিতের বিরামহীন মিছিলে
তাঁবু ফেলি আমরা
পুড়িয়ে ফেলি মানুষের অঙ্গীকার।