| 29 নভেম্বর 2024
Categories
সংস্কৃতি সংবাদ

প্রসেনিয়াম-এর নাটক ‘সারারাত্তির’-এর মঞ্চায়ন ১০ সেপ্টেম্বর

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

আগামী ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবারচট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকের দল প্রসেনিয়ামএর প্রথম প্রযোজনা ‘সারারাত্তির’এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। বাদল সরকারের রচনামোকাদ্দেম মোরশেদের নির্দেশনা এবং মোসলেম উদ্দিন শিকদারের আলোক পরিকল্পনায় নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। ‘মনন থেকে মঞ্চে’ এই স্লোগানকে প্রতিবাদ্য করে প্রসেনিয়ামএর যাত্রা শুরু হয়েছিল ২৫ অক্টোবর,২০২০এ। প্রায় এক বছরের প্রস্তুতিশেষে নাটকটি মঞ্চে আসছে। ‘সারারাত্তির’এর প্রধান তিন ভূমিকায় অভিনয় করবেন প্রতীক গুপ্তফারহানা আনন্দময়ী এবং মিশফাক রাসেল। নাটকের মঞ্চ ও পোশাক পরিকল্পনায় সিরাজাম মুনিরা স্বর্ণাকোরিওগ্রাফি মিতাশা মাহরিনআবহ পরিকল্পনায় মোকাদ্দেম মোরশেদ এবং শব্দ প্রক্ষেপনে দিদারুল আলম। ১০ ও ১১ সেপ্টেম্বর দু’দিন এই নাটকের মঞ্চায়ন হবে।

কোভিডের কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পরে গত পয়লা সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মঞ্চে সাংস্কৃতিক আয়োজন আবার শুরু হয়েছে। সকল স্বাস্থ্যবিধি মেনে প্রসেনিয়ামএর এই নতুন নাটক ‘সারারাত্তির’ মঞ্চায়নের মাধ্যমে একাডেমির মঞ্চের পর্দা উঠবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত