সাঙ্গাকারার মুকুটে নতুন পালক

Reading Time: < 1 minute
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার মুকুটে যুক্ত হল নতুন পালক। এম সি সি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)-র নতুন প্রেসি়ডেন্ট নির্বাচিত হলেন তিনি।

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার মুকুটে যুক্ত হল নতুন পালক। এম সি সি (মেরিলিবোন ক্রিকেট  ক্লাব)-র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। আগামী অক্টোবর থেকে পরবর্তী এক বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন সঙ্গাকারা। তিনি হলেন প্রথম এম সি সি প্রেসিডেন্ট, যে ব্রিটেনের নাগরিক নন। প্রাক্তন এই উইকেটকিপার-ব্যাটসম্যান ১৩৪টি টেস্টে করেছেন ১২৪০০ রান। তাঁর এই নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “এম সি সি-র প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে এক বিরাট সম্মানের ব্যাপার। আমি এই দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।”

সূত্রঃ জিনিউজ

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>