নিরাপত্তার কারনে বাতিলকৃত অনুষ্ঠানটি স্থানান্তর মাইডাস সেন্টারে সন্ধ্যে ৬টায়

Reading Time: < 1 minute

বুকারজয়ী দ্য গড অব স্মল থিংসের ঈশ্বর অরুন্ধতী রায় ছবিমেলার আমন্ত্রণে ৩ মার্চ ২০১৯ ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেট খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তাঁর আলোচনা করার কথা থাকলেও নিরাপত্তার কারন দেখিয়ে অনুষ্ঠানটি বাতিল করেছে পুলিশ। অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘অনিবার্য কারনবশত কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ২৮ ফ্রেব্রুয়ারি শুরু হওয়া আর্ন্তজাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’- এর অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামের এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল অরুন্ধতি রায়ের। আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহীদুল আলমেরও উক্ত আলোচনায় অংশ গ্রহনের কথা ছিল।
কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনিবার্য কারন দেখিয়ে অনুষ্ঠানটি বাতিল করা হলেও ‘ছবিমেলার কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল পেইজের এক ঘোষণায় জানিয়েছে আজ (৫মার্চ) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠানটি হবে।’ আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে একঘন্টা আগেই সেখানে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের আগেই করা রেজিষ্ট্রশনের কপি সঙ্গে নিতেও বলা হয়েছে।

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>