নিউজিল্যান্ডে মসজিদে হামলা : নিহতের সংখ্যা ২৭
নিউজিল্যান্ডের মসজিদে গুলি চালনার ঘটনা ঘটল। বন্দুকবাজকে ধরতে সাউদ আইল্যান্ড সিটির মধ্য ক্রাইস্টচার্চে পালটা গুলি চালাল পুলিশবাহিনী।
সার সংক্ষেপ
- পুলিশ বলেছে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গোলাগুলির ঘটনায় ‘একাধিক হতাহতের’ ঘটনা ঘটেছে।
- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন এই ঘটনা তাঁর দেশের ইতিহাসের ‘অন্ধকারতম অধ্যায়’গুলোর একটি।
- পুলিশ বলছে এখন পর্যন্ত এক নারীসহ অন্তত চারজন তাদের জিম্মায় রয়েছে
- পরবর্তী ঘোষণা আসা না পর্যন্ত ঐ এলাকার সব মসজিদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ
- বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা নিরাপদ আছেন। বাতিল করা হয়েছে ১৬ই মার্চ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট।
