নিবেদিতা শেলীর কবিতা
আজ ৩১ মে কবি ও বাচিক শিল্পী নিবেদিতা শেলীর শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
প্রচ্ছদ
প্রচ্ছদে এঁকেছি দিবাকর
দেয়ালেতে পিঠ রাখি
মাটিতে দেয়াল ঢাকি
ইটের শরীরে দিই পুরাতন শেওলা চাদর
আকাশের গায়ে বাঁধি ঘর
শঙ্খচিল যায় ভেসে
নাটঘর উঠে হেসে!!
দৃষ্টির মায়াজাল খুঁজে ফেরে বেহুলা বাসর

নক্ষত্রের জন্মকথা
যুগ যুগান্তরের ব্যাপ্তি নয়
ব্যাপ্তি কে পার করে অস্ফুট আওয়াজ
অসমাপ্তির প্রাপ্তি
আশ্বাসের স্বাদ!!
খুঁজে নেয়…
অমাবস্যা’র গন্ধের ধূপ
জ্যান্ত চিতার আগুন
দ্যাখে লাশের মৃত্যু
নক্ষত্রের জন্মকথা
তবু লিখে ভোর !!
ছুঁড়ে ফেলা এক
খোসার ভেতরে বীজ
চারা হয়ে জন্মাবে বলে
প্রতিজ্ঞা করেছিলো…

নিয়ম
হাঁটা পথ
অচেনা হয় ঘোর কেটে গেলে
অমাবস্যারও ভোর হয়, রাত সরে গেলে
চেনা সুর বলে দেয় বাজবে না আর
দেখা মুখ ভেসে আসে সময়ের টানে
লিখা চিঠি ছাই হয় ভাঁপার উনুনে
নিয়ম ভাঙে না তার হিসেবের হাল
কোন এক দিন যেনো আজকের মতো
তবু সেটা আজ নয়
হয়তো বা কাল….

পীযূষ কান্তি দাস says:
ভালো লাগা।