| 29 মার্চ 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

নিবেদিতা শেলীর কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আজ ৩১ মে কবি ও বাচিক শিল্পী নিবেদিতা শেলীর শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


 

 

প্রচ্ছদ
প্রচ্ছদে এঁকেছি দিবাকর
দেয়ালেতে পিঠ রাখি
মাটিতে দেয়াল ঢাকি
ইটের শরীরে দিই পুরাতন শেওলা চাদর
আকাশের গায়ে বাঁধি ঘর
শঙ্খচিল যায় ভেসে
নাটঘর উঠে হেসে!!
দৃষ্টির মায়াজাল খুঁজে ফেরে বেহুলা বাসর
eid 2021 bangla kobita Kalyani Rama
নক্ষত্রের জন্মকথা
যুগ যুগান্তরের ব্যাপ্তি নয়
ব্যাপ্তি কে পার করে অস্ফুট আওয়াজ
অসমাপ্তির প্রাপ্তি
আশ্বাসের স্বাদ!!
খুঁজে নেয়…
অমাবস্যা’র গন্ধের ধূপ
জ্যান্ত চিতার আগুন
দ্যাখে লাশের মৃত্যু
নক্ষত্রের জন্মকথা
তবু লিখে ভোর !!
ছুঁড়ে ফেলা এক
খোসার ভেতরে বীজ
চারা হয়ে জন্মাবে বলে
প্রতিজ্ঞা করেছিলো…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,line art,kobi-misbah-jamil-bangla-kobita
নিয়ম
হাঁটা পথ
অচেনা হয় ঘোর কেটে গেলে
অমাবস্যারও ভোর হয়, রাত সরে গেলে
চেনা সুর বলে দেয় বাজবে না আর
দেখা মুখ ভেসে আসে সময়ের টানে
লিখা চিঠি ছাই হয় ভাঁপার উনুনে
নিয়ম ভাঙে না তার হিসেবের হাল
কোন এক দিন যেনো আজকের মতো
তবু সেটা আজ নয়
হয়তো বা কাল….

One thought on “নিবেদিতা শেলীর কবিতা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত