| 10 অক্টোবর 2024
Categories
খবরিয়া খেলাধুলা ফুটবল

‘নাইকি’ থেকে বছরে ১২৯ কোটি টাকা পান রোনাল্ডো

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
খেলায় দুনিয়ায় অন্যতম সেরা ও বড় ব্র্যান্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল মেশিন হওয়ার পাশাপাশি জুভেন্তাসের ফরওয়ার্ড খেলোয়াড় একাধিক ব্র্যান্ডের মুখ। এরই সঙ্গে অবশ্য রোনাল্ডোর নিজস্ব ব্র্যান্ড CR7-ও রয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি দামি খেলোয়াড়দের তালিকায় রোনাল্ডো অন্যতম সেরা। কিন্তু জানেন কি, একেকটা এনডোর্সমেন্ট থেকে কতটা রোজগার করেন তিনি? ফুটবল লিকস তাদের সাম্প্রতিক বইতে প্রাক্তন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের শুধুমাত্র স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘নাইকি’র সঙ্গে ডিলের কথা জানিয়েছে।
 
৩৪ বছরের রোনাল্ডোকে নিয়ে নাইকি ও অ্যাডিডাস দুই সংস্থাই চেয়েছিল ডিল করতে। কিন্তু অ্যাডিডাসের সঙ্গে কাজ না করে রোনাল্ডো নাইকির সঙ্গেই ১০ বছরের চুক্তি করেছেন।

ফুটবল লিকসের তথ্য অনুযায়ী, রোনাল্ডোর নাইকির সঙ্গে যে চুক্তি রয়েছে তা ভারতীয় মুদ্রায় ১.২৯২ কোটি টাকা। বছরে রোনাল্ডো পান ১২৯ কোটি টাকা। এরই সঙ্গে আবার বোনাসও পান তারকা ফুটবলার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত