copy righted by irabotee.com,louise-elisabeth-gluck

ফুল, অশ্রু, প্রেম-৩১ নারীর কবিতা (পর্ব-২৭) । মুম রহমান

Reading Time: 2 minutes

নিকি জিওভান্নি [Nikki Giovanni jr.]

nikki-giovanni jr. irabotee.com
ইয়োলান্ডে কর্নেলিয়া ‘নিকি’ জিওভান্নি জুনিয়র [Nikki Giovanni jr.]  (১৯৪৩-) একই সঙ্গে কবি, লেখক, বিপ্লবী ও শিক্ষাবিদ। বিশ্ব আফ্রো-আমেরিকার যে কয়জন কবিকে চেনে তিনি তার অন্যতম। সাহসী এই কৃষাঙ্গ নারী বর্ণবৈষম্যর বিরুদ্ধে সোচ্চার। তার কবিতার স্বর বলিষ্ঠ ও গভীর। বহু পুরস্কার জয়ী নিকিকে অপরাহ উইনফ্রে ২৫ জন ‘জীবন্ত কিংবদন্তী’র তালিকায় রেখেছেন। ব্ল্যাক আর্ট মুভমেন্ট, সিভিল রাইট মুভমেন্ট, ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট ইত্যাদি আন্দোলনে তিনি এক বিপ্লবী কবির খেতাব পেয়েছেন।


ভারসাম্য

জীবনে
একজনকে সদাই
ভারসাম্য রক্ষা করতে হয়
যেমন আমরা লুফালুফি করি মাকে
বাবার বিপরীতে
কিংবা শিক্ষককে
অন্য কারো বিপরীতে
(কেবল আমাদের শ্রেণিকে গড় মানে আনতে)
তিনদানা লবণ
এক তোলা সত্যের বিনিময়ে
আমাদের মিষ্টি কালো ঘ্রাণ
কিংবা পথের শঙ্কিত সাদাদের
আর শেষতক আমি খোঁজা শুরু করেছি
যদি আমাকে তুমি কিছু বলতে চাও
আমরা কথা বলতাম একদা সারা রাত
আর সব কিছুই একসাথে করতাম কেবল
আর আমি শুরু করেছি
(একটা অনুভূতির প্রতিক্রিয়া হিসাবে)
ভারসাম্য রক্ষা করা
নিঃসঙ্গতার আনন্দকে
বেদনার বিপরীতে
তোমাকে ভালোবেসে।

 

বৃষ্টি

বৃষ্টি হলো
দেবতার পতনশীল শুক্রাণু
ধারণ করতে সক্ষম
যে নারী যেভাবে
খরচ করুক
একটা বৃষ্টি দিন
তোমার সাথে সাথে
খুঁজুক সূর্য আর নক্ষত্রদের
আর স্বর্গীয় বস্তুনিচয়ের সাথে
যেভাবে খুশি খরচ করুক
একটা বৃষ্টি দিন
তোমার সাথে ছাড়া

 


আরো পড়ুন: ফুল, অশ্রু, প্রেম-৩১ নারীর কবিতা (পর্ব-২৬)

ভালোবাসা হলো

কিছু লোক ভুলে যায় ভালোবাসা হলো
তোমাকে ভেতরে গুজে দেয়া আর চুমু খাওয়া
‘শুভ রাত’
কিচ্ছু যায় আসে না তুমি কতোটা জোয়ান বা বুড়ো
কিছু লোক এটা মনে রাখে না যে
ভালোবাসা হলো
শোনা, হাসা আর প্রশ্ন
করা
কিচ্ছু যায় আসে না তোমার বয়সে
খুব কম লোকই বুঝতে পারে ভালোবাসা হলো
প্রতিশ্রুতি, দায়িত্বশীলতা
একেবারে ফূর্তি নয়
যদি না
ভালোবাসা হয়
তোমার আর আমি

 

আমি নিঃসঙ্গ নই

আমি নিঃসঙ্গ নই
একা একাই ঘুমাই
তুমি ভাবছো আমি ভয় পাচ্ছি
কিন্তু আমি এক পরিণত মেয়ে
আমি কাঁদি না বা অন্যকোন কিছু করি না

আমার আছে বিশাল
বড় একটা বিছানা গড়াগড়ি খাওয়ার
অনেক ফাঁকা জায়গা সহ
আর আমি তো স্বপ্ন দেখি না
যেমন দুঃস্বপ্ন দেখে অভ্যস্ত ছিলাম
যে তুমি কেবল
আমাকে ছেঁড়ে চলে যাচ্ছ
তেমন দেখি না আর

এখন তুমি চলে গেছো
আমি আর স্বপ্ন দেখি না
আর কিচ্ছু যায় আসে না
তুমি কী ভাবো
আমি নিঃসঙ্গ নই
ঘুমাচ্ছি
একা একাই

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>