নির্মাল্য মুখোপাধ্যায়ের দুটি কবিতা
আজ ২১ নভেম্বর কবি ও কথাসাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়ের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
একটি সাধারণ কবিতা সারাদিন পর গাছের কাছে ফিরে আসে মানুষ। দেখে দিগন্তরেখার পারে,দূরে নতুন সভ্যতা আলো জ্বেলে দাঁড়িয়ে রয়েছে। জীবন পুরোনো হয়, তবু গাছ আর তার, গান থামে না:নদীর গান, পাখির গান,বসন্তের গান,—আমরা পরস্পর পরস্পরকে চিনি,একটু মাটির তলায় বসি, যে গাছের নাম আশ্রয়,তাকে বলি,সংসার! ধুপ জ্বলে, ছেলেপুলে নিয়ে সামান্য মানুষ এইভাবে যুগ-যুগ বাঁচে, পৃথিবীর বুকে।অগাধ,অপার!
