| 28 মার্চ 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

নির্মাল্য মুখোপাধ্যায়ের দুটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আজ ২১ নভেম্বর কবি ও কথাসাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়ের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


একটি সাধারণ কবিতা

সারাদিন পর গাছের কাছে ফিরে আসে মানুষ।
দেখে দিগন্তরেখার পারে,দূরে নতুন সভ্যতা
আলো জ্বেলে দাঁড়িয়ে রয়েছে। জীবন পুরোনো হয়,
তবু গাছ আর তার, গান থামে না:নদীর গান,
পাখির গান,বসন্তের গান,—আমরা পরস্পর
পরস্পরকে চিনি,একটু মাটির তলায় বসি,
যে গাছের নাম আশ্রয়,তাকে বলি,সংসার!
ধুপ জ্বলে, ছেলেপুলে নিয়ে সামান্য মানুষ
এইভাবে যুগ-যুগ বাঁচে, পৃথিবীর বুকে।অগাধ,অপার!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

পিকাসোর পৃথিবী

নীল গাছের উপর দোলনা।আমি কতক্ষণ বসে আছি।ভাবছি, অপূর্ব পৃথিবীর চলনে মানুষের কোনো ভূমিকাই নেই।দু একটি জীবন পাতার সূচনা নিয়ে এসে পড়ে গায়ের উপর।আজ আমার গায়ে কার্তিকের রাত,আজ আমার আলো।
এই চলা,এই দোলনার নিস্তব্ধতা ,মানুষ যখন
নিখিলের দিকে ঢলে আসে,ঝির ঝিম বৃষ্টি,নিস্তব্ধ সাপের মতোন পাহাড়ের টানেল দিয়ে আসে মাথার উপর।পৃথিবীর গ্রাসে, মানুষ গাছের মাথায় বসে একা,পা ঝোলা,বিষে আরো নীল,নীল হয়ে যায়।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত