| 21 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া

অবশেষে গ্রেফতার নীরব মোদী

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

ব্যাংক প্রতারণা মামলায় অবশেষে গ্রেফতার হলেন ব্যবসায়ী নীরব মোদী। বুধবার লন্ডনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। চলতি সপ্তাহেই হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্রিটেনের এক আদালত। লন্ডন পুলিশ জানিয়েছে, লন্ডনের হলবর্ন মেট্রে স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
পঞ্জাব ন্যাশানাল ব্যাংকের ₹১৪ হাজার কোটির ঋণ ফাঁকি দিয়ে লন্ডনে ঘাঁটি গেড়ে ছিলেন নীরব। সম্প্রতি লন্ডনের রাস্তায় নীরব মোদীর ভিডিয়ো প্রকাশ করেছিল সে দেশের এক সংবাদমাধ্যম। এরপরই ED-র তরফে জানানো হয়েছিল, ব্রিটিশ আইন মেনেই নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আর্জি জানিয়েছিল নয়াদিল্লি। তার ভিত্তিতেই পরোয়ানা জারি করতে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব আদালতে আবেদন করেছিলেন। যাতে আনুষ্ঠানিক অনুমোদনও দিয়েছিল ব্রিটিশ আদালত। এরপরও অপেক্ষা ছিল নীরব মোদীর গ্রেফতারির।
প্রসঙ্গত, নীরব মোদীকে ফেরানো নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির ঘোষণার পরই বিষয় নিয়ে প্রচার শুরু করেছিল BJP। লোকসভা ভোটের আগেই পলাতক ব্যবসায়ীকে দেশে ফেরাতে পারলে গেরুয়া শিবিরের ‘চৌকিদার’দের কৃতিত্ব বাড়ত।

তবে গ্রেফতার হলেও, নীরব মোদীর ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কারণ, গ্রেফতারির পর এবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে হিরে ব্যবসায়ীকে। এরসঙ্গেই শুরু হবে প্রত্যর্পণের মামলা। যদি আদালতের রায় নীরবের বিরুদ্ধেও যায়, সেক্ষেত্রেও উচ্চ আদালতে আবেদনের সুযোগ থাকছে। এমনকী ব্রিটিশ মন্ত্রিসভার কাছেও আর্জি জানাতে পারেন ‘দ্য নীরব মোদী’ ব্র্যান্ডের কর্ণধার। এর মাঝে জামিনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, একইভাবে প্রত্যর্পণ মামলা চলছে আরেক পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার। যদিও ব্রিটেনের নিম্ন আদালত ইতিমধ্যেই মালিয়ার প্রত্যর্পণে সায় দিয়েছে।

সূত্রঃ এই সময়

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত