| 7 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

সমসাময়িক সময়ের কবিতায় একমুঠো উত্তরবঙ্গ

আনুমানিক পঠনকাল: 7 মিনিট

উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটি ভৌগোলিক অঞ্চল। উত্তরবঙ্গের বর্তমান আটটি জেলা হল: কোচবিহারজলপাইগুড়িদার্জিলিংউত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুরমালদহ ও আলিপুরদুয়ার। (কালিম্ঙ জেলা)। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি উত্তরে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যবর্তী তিস্তাতোর্ষামহানন্দা অববাহিকায় অবস্থিত। অর্থনৈতিক দিকের সাথে সাথে শিল্প সংস্কৃতিতেও উত্তরবঙ্গকে তাচ্ছিল্যের চোখেই দেথে দক্ষিণবঙ্গ। তবে মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্যে এই অঞ্চলে পর্যটন শিল্প খুবই উন্নত। উত্তরবঙ্গের সাহিত্য ইতিহাস ও বেশ সমৃদ্ধি। সমসাময়িক সময়ে উত্তরবঙ্গে কেমন চলছে কবিতা যাপন? ইরাবতীর পাঠকদের জন্য তরুণ কবি নীলাদ্রি দেব তাঁর সম্পাদনায় একটা খন্ড চিত্র তুলে এনেছেন। আজ ইরাবতীতে থাকছে একমুঠো উত্তরবঙ্গের সমসাময়িক কবিতা নীলাদ্রি দেব কে অসংখ্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আশা করি তাঁর সম্পাদনায় আগামীতে আরো অনেক কিছু পাবেন ইরাবতীর পাঠকরা।


চাবি
সুমন মল্লিক
 
আর কত মগ্ন হবো… স্বপ্নের হরিণেরা প্রতিদিন
ফুটো করে চলেছে মরমের চাঁদ
এই যে তিনটি ঘরের মাঝে অফুরন্ত অবসর
এতে গুছিয়ে রাখি প্রতিটি নিগূঢ় সৎকার
আর বারান্দায় চেয়ার টেনে বসে আকাশের বুকে
এঁকে দিই ঈশ্বরের চোখ
 
চোখ সব দ্যাখে, চোখ সব জানে –
মুখে তবু ঝুলিয়ে রাখি তন্ত্রসিদ্ধ যাপনের তালা
দূরে অনতিদূরে এখন আর কিছু নেই
শুধু মেঘাবৃত নির্জনতা
শুধু সময়ের অনীপ্সিত বেড়ি
এই অসময়েও কার হাত আমার বুকে তাঁত চালায়
 
এই যে অবশেষে গভীর উপলব্ধি, উপলব্ধির উড়ান
এটাই কি নবজন্ম… এটাই কি সেই অব্যর্থ চাবি…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
এবং পরিস্থিতি
খোকন বর্মন
 
বেড়ে আসা অন্ধকারের দাবদাহ
জ্বলে ওঠা অনাহারী সলতে
যেন আত্মহত্যার শেষ লগ্নে বেঁচে থাকার অন্তিম প্রয়াস।
 
পরিস্থিতি কিসমিসের মতো চুপসে গেলে
প্রতিবাদের অনাবৃষ্টিতে শুকিয়ে যায় দেহের জল রক্ত
রাত্রিগুলি উদ্বাস্তু হয়।
 
স্ব-ইচ্ছায় ওত পেতে বসে থাকা আহত সন্ধ্যা-
এই নিয়েই আমাদের সংক্রামিত যাপন,
আমাদের কাটখোট্টা ব্রহ্মচর্য।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
একটা পাহাড়
রাজ অধিকারী
 
জমে ওঠে। খুব বিষ।
সাড়া নেই। শুধু ক্ষীণ পরিবেশ।
পড়ি। পরী এলে। ডানা খুলে।
আমি উপত্যকায় শুয়ে পড়ি।
 
একে অপরের শরীরে। শুধু
যাতায়াত করি। বিচ্ছেদ ঘন হয়।
আমরা মানব বন্ধন গড়ে ফেলি।
পুরুষের মিথ্যে। একপেশে এক হাসি।
দুধ শেষ। আমি সর হয়ে গোঁফে ঝুলি।
 
ধার ধরে হাঁটি। ব্যালেন্স কমে গেলে।
বিছানায় প্রজাপতি ধরি।
কুপুত্র বড়ো হলে, বাড়িতে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি।
 
ঝুলে পড়ি। টুকরো টুকরো। ব্যালকনি।
নারীসঙ্গ দুষ্ট হলে। পাহাড় কমিয়ে ফেলি।
দেখে ফেলি। মন খারাপের পাহাড়ি মেয়ে।
আমি হিমবাহ দেখে ফেলি।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
তন্ত্র
সুমন চক্রবর্তী
 
সুনসান রাস্তায় কাঁদানে গ্যাসের হুমকি :
সেই থেকে এর পোঁদে লাথি, ওর পোদে মলম। পুরু মেদের ভেতরে তো শুধুই গ্যাস। আর গ্যাস বেলুন হয়ে কতদিনই বা একটানা আকাশে ওড়া যায় বলুন। বেলুন তো ল্যান্ড আজ না হয় কাল করবেই কাকা!!
কালভাটে মানুষ ফেলে লঙ্কানৃত্য :
সাবধান! মাঝিমধ্যেই কিন্তু এস্ট্রয়েড ধেয়ে আসছে। তীর-ধনুক, ইট-পাটকেল, গোলা-বারুদ, ভাগাড়ের মাংস হজম যদিও সব তবু পোদে একবারটি গ্রহানুর থকথকে প্যাদানি পড়লে মন্দ হয় না, যদিও শেষে শুনি পোদ ঘেঁষে নাকি গ্রহাণুও বেরিয়ে যাচ্ছে বারবার!
 
কচুরিপানায় মুখ ঢাকে গণতন্ত্র :
তোমার আর কাম কি! দাঁত কিটমিট করতে করতে চোয়াল তো শক্ত বহুদিন আগেই করে ফ্যালাইসো। সিন্ধু, রোমান, মেসোপটেমিয়া সয়েছো। এখন না হয় ন্যানো সইবে। এ আর নতুন কি !!!!!
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
আঁধারে পথের বাতি
নাদিরা আহমেদ
 
স্বপ্নছেঁড়া হবার আগে আরেকবার খুবলে দেখি
ঘৃনা ও ভ্রান্তিতে ভরে গেছে প্রেমেদের গাছ,
চাঁদ ও জোনাকির জুটি দেখলে আর হাসি না
আমাদের সংসারের মাটিতে দেখেছি মৃত শৈবাল
পিঁপড়ের সারির সাথে আশাদের কত মিল
ভেঙে দিলেই দিকভ্রান্ত হয়ে পড়ে চিরকালের মতো
ভুলপথ চিনে নিতেই কেটে যায় অর্ধেক কৈশোর
তারপর বাসস্থান খুঁজে পেলে এলোমেলো সাজ–
আপ্যায়ন ও অবহেলাতেই কেটে যায় সবটুকু যৌবন…
 
জীবনের আলপথ বেয়ে হাঁটতে গিয়ে শুনেছি
কত পাথরভাঙা শব্দ — আর্তনাদ – তাড়না-তাগিদ
রাজপথের ভিড়ে পা মেলানোর সাহস পাইনি তাই
শুধু চেয়ে দেখেছি বাতিদানের নীচে মৃত শিশুর মা
চোখের কাজলের চেয়ে জল বেশি মূল্যবান হয়তো
তাই আলোর ফুলকির বদলে অন্ধকার কিনেছি..
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
আর একটু
মনামী সরকার
 
মাটিতে দাঁড়িয়ে চাঁদ কে দেখেছি যতবার
ততোবারই মনে হয়েছে,একটু আর একটু
উচ্চতা।
 
একে একে সিঁড়ি ভেঙেছি,বহুতলের ছাদ থেকেও
হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছি,তার পরেও আর একটু।
 
পাহাড়ের সবচেয়ে উঁচু চুরাটায় দাঁড়িয়েও মনে হয়েছে আর একটু।
 
উচ্চতার হিসাব করতে গিয়ে দেখি পড়ে আছে ভাগ শেষ।
 
আপন কক্ষপথে ঘুরছে পৃথিবী,মধ্যাকর্ষর টানে দাঁড়িয়ে আছি এখনো।
 
নিচে নামার সিঁড়ি গুলোতে জমেছে শ্যাওলা। চন্দ্রগ্রহণে চাঁদের উপর পরে পৃথিবীর ছায়া।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
ক্ষত
পৌলোমী সরকার
 
গেরস্থ বাড়ির অভাব
লেগে থাকে ছাদের দড়িতে,
পাশের বাড়ি থেকে দেখা যায় সোজাসুজি
গোড়ালি ভিজবে বলে এক পশলা হয়ে গেলেও যাওয়া হয় না;
 
অমানিশায় ছাদে দাঁড়াই
অভাবের নিজস্ব ঘ্রাণ
পুরাতনী পরিচিত…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
ফিরতি হাওয়া
রতন দাস
 
সমস্ত মুদ্রাদোষ জেনে গেলে কেউ
মানুষ ফিকে হয়ে আসে।
রহস্যের মায়াজল দারুণ সম্বল।
তবু নক্ষত্রের দোষে যারা
জীবনের কানাগলিতে ভ্যাবাচ্যাকা পথিকের দলে,
জীবনের এই সহজ সত্য জানা হয়নি তাদের।
 
তারপর বসন্ত চলে যায়,
আসলে ভুল বসন্ত।
বসন্ত চলে গেলে
শীতের শহরে প’ড়ে থাকে মরা নদী,
মাঝরাতে ভেসে আসে অভিমানী হাওয়া
ঝরা পাতাদের বোবাকান্না।
 
তবু অসহায়ভাবে যারা ভালবেসে গেল
অথবা ভালবেসে যারা অসহায়
তারা কিছু দাগ রেখে যায়,
দিয়ে যায় কবোষ্ণ আলো।
নির্জন দুপুরকালে পাতাঝরা হাওয়া দিলে
মনে পড়ে মাটিলেপা ঘর ।
 
হু হু করা বাতাসে তখন ফিরতি পথের টান…
তবু মায়া-হীন সে হাওয়া।
সব পিছুডাকে একই টান থাকে না।
সব পিছুটানে ডাকনাম থাকে না।
 
জেনো,
ছুঁয়ে দিতে জানে যারা, যেই হাওয়ারা,
একবার ছুঁয়ে দিয়ে ফিরে গেছে যারা,
বসন্তে কখনও তারা ফেরেনা আবার।
ক্রমাগত ভিজিয়েছে যে বৃষ্টিছাট,
তারপর ঢেউয়ে মিশে যাওয়া,
বানভাসি স্রোতে ফের তারা
ভাসাতে পারে না কোনদিনও।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
জু
অনিমেষ
 
 
এই শহর একটা চিড়িয়াখানা , গোধূলি বানানের মতো খাঁচা নিয়ে উড়ে যায় সব সৃষ্টি । এই বৃষ্টি নামের কোনো খরচা নেই। কোনো মেধাবী রোদ আর দূর থেকে উড়ে এসে বসে না তারে। কিচিরমিচির একটা নিঃশব্দে ঢুকে পড়া এলোমেলো খুশী। আমার কোনো নিঃশ্বাসের প্রতি ভরসা নেই।ভরসা নিয়ে যতবার দেখি মৃত্যুর কাছাকাছি মানুষ এসে পড়ে…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
হাওয়া ঘর ও নদী জীবন
শুভঙ্কর পাল
 
এই তো বৃষ্টি ধরে এলো। একফালি মেঘ যদিও আকাশে
হাওয়াঘর থেকে খবর আসে কালজানির হলুদ সংকেত এখনো জারি
আসলে পাহাড়ে বৃষ্টি হচ্ছে এখনো
ঘোল জলের সাথে ভেসে যায় কিছু গাছ বা গাছেদের জীবন
একটা চর ভেসে যায় সংকোশের জলে, ভেসে যায় কিছু স্বপ্নের ফসল
কিছু গ্রাম ঘুমোতে পারেনা। ভয়। নদীর রঙ ওদের গায়ে মাখা।
কেউ রাত জাগে, জাল ফেলে, বৃষ্টি জল বড়ো ভালোবেসে পসরা সাজায়
উনুনে হাড়ির জল ফুটতে থাকে ভাত হয়ে ওঠার গল্পের ভিতর
কোন রূপকথা নেই। রূপের ভিতর ওরা কাগজের নৌকো ভাসায়। চাঁদ সদাগরের গল্প লেখে।
আর এই রায়ডাকের চরে জল নেমে গেলে নৌকোর খোলা ভরে ওরা বালি তুলে আনে
ওই বালির ভিতর ঘামের গন্ধ। ঘামের স্বাদ একটু নোনতা বটে।
এই গল্পের ভিতর শহর বাস করে। শহরের ইমারত গড়া এখানেই শুরু।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
ছোঁয়া
সমিত ভৌমিক
 
হঠাৎ চালের ফুটো দিয়ে আমার অন্ধকার ঘরে
চাঁদের এক টুকরো আলো
 
রহস‌্যময়ী প্রেমিকার মত
আমার বুকের ওপর রাখল ওর হাত
 
চোখ বুজে ভাবছি সারা রাত
আঙুলে আঙুল রেখে
নদীর ধার ঘেসে
হাটছি কেবল আমি আর চাঁদ…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
ছায়াগাছ
তপোব্রত
 
আবার কুড়িয়ে আনতে হবে
ভাঙা ডাল,
চকমকি পাথর,
খাবারের যন্ত্রণা
 
নাভি থেকে উঠে আসে রাগ
আমার ছায়াগাছ নেই গত এগারো বছর
শরীরের ভাঁজে ভাঁজে স্থির হয় বিষ
রোজ একটু একটু করে বুঝি,
কত তাপে পোড়ে ছাল
লাল হয়
শিক গেঁথে যায় ধীরে ধীরে
গাছ
আমি জানি এভাবেই আমাদের শেকর ছড়াতে হয়
শেকল পড়াতে হয়
দরজা,
                    জানলা
                                     ও জীবনে
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
উদ্বাস্তু
বিকাশ দাস (বিল্টু)
 
বুকে জমানো পাথর এর শেল
‘শিকল ভাঙার গান’ গেয়ে
উড়ে যেতে চায় পাখির বেশে
মুক্ত আকাশে
 
আমার
সম্মুখে প্রাচীর। পিছনে প্রাচীর
বন্দীদশায় গরাদের সেলে
একা আমি সাঁতার কাটি
নিজের সাথে
 
দেওয়ালে পিঠ ঠেকে গেলে
পৃথিবী বুঝি এভাবেই
উদ্বাস্তু হয়ে ওঠে
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
অভিসার
নিশীথ কুমার সেন
 
 
নিশ্চুপ অভিসারে উজ্জ্বল রেখা
বিলাসী প্রজাপতি তাকিয়ে শুয়োপোকার ভবিষ্যৎ
উড়ে চলেছে রঙিন ফরিংয়ের সাদাপাখা
পদতলে মিষ্টি সুবাসিত কর্দমাক্ত পথ ।
 
 
সঙ্গী শুধু লাল পিঁপড়ে আর নিস্তব্ধতা
আর ঝোপঝাড়ের আড়ালে লোলুপ দৃষ্টি
মেহেন্দি রাঙা হাতে প্লাষ্টিক থলি
আর দক্ষিণ হাতে সেলফি স্টিক
সন্মুখে অগ্রসর প্রেয়সী ,উদ্দেশ্যহীন পথ
অজ্ঞাত পরিণতি ।
 
 
অস্তাচলের নীচে বসে আর নিরাবতা নয়
ঘরের চাল থেকে ফোঁটা ফোঁটা জলবিন্দুকে
টেনে হিচরে নামিয়ে নিক্ষেপ কর বয়ঃসন্ধির মুখে।
নব যৌবনা নদীর বুকে বাঁধ দিয়ে , ভরা নদীর গতি পরিবর্তন করো শিঘ্রই ।
ওদের বুঝিয়ে দাও – সদ্য যৌবন প্রাপ্ত আবেগ
আর চিরযৌবনা বাস্তবতার মধ্যে পার্থক্য
ইন্টারনেটর ভেতরে ত্রয়ী ডব্লিউ যতটা সহজলভ্য
বাইরের বাস্তবতা ততটাই কঠিন।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time

ভারসাম্য

তন্ময় দেব

 

খুব উঁচু থেকে সব ছোট দেখা যায়;

তাই মাটির কাছে নেমে আসা ভালো

 

যেমন ভালো, বৃষ্টির পর সোঁদা গন্ধ।

ঢেঁকি শাকের ঝোপ। বনকুলের বাগান।

জনহীন বালুচরে তরমুজের খেত…

 

হাসিমুখ, বাহবা, প্রশংসা অথবা

তিরস্কার, ব্যর্থতা, পিছিয়ে পড়া –

সবকিছু জীবন স্রোতে কলার ডোঙায়

ভাসিয়ে দিতে গিয়ে বুঝি কখনোই

কিছু ছিল না আমার

 

শুধু বেহুলার মতো ভালোবাসা আঁকড়ে

এগিয়ে যাচ্ছি প্রিয়জনদের মৃত্যুদুয়ার

থেকে আগলে রাখবো বলে

 

খুব বেশি দুঃখের কথা ভাবলে সব অর্থহীন

মনে হয়। তাই আনন্দের কাছ ঘেঁষে বসা ভালো

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত