| 25 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

সমসাময়িক সময়ের কবিতায় একমুঠো উত্তরবঙ্গ

আনুমানিক পঠনকাল: 5 মিনিট

উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটি ভৌগোলিক অঞ্চল। উত্তরবঙ্গের বর্তমান আটটি জেলা হল: কোচবিহারজলপাইগুড়িদার্জিলিংউত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুরমালদহ ও আলিপুরদুয়ার। (কালিম্ঙ জেলা)। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি উত্তরে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যবর্তী তিস্তাতোর্ষামহানন্দা অববাহিকায় অবস্থিত। অর্থনৈতিক দিকের সাথে সাথে শিল্প সংস্কৃতিতেও উত্তরবঙ্গকে তাচ্ছিল্যের চোখেই দেথে দক্ষিণবঙ্গ। তবে মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্যে এই অঞ্চলে পর্যটন শিল্প খুবই উন্নত। উত্তরবঙ্গের সাহিত্য ইতিহাস ও বেশ সমৃদ্ধি। সমসাময়িক সময়ে উত্তরবঙ্গে কেমন চলছে কবিতা যাপন? ইরাবতীর পাঠকদের জন্য তরুণ কবি নীলাদ্রি দেব তাঁর সম্পাদনায় একটা খন্ড চিত্র তুলে এনেছেন। আজ ইরাবতীতে থাকছে একমুঠো উত্তরবঙ্গের সমসাময়িক কবিতা। নীলাদ্রি দেব কে অসংখ্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আশা করি তাঁর সম্পাদনায় আগামীতে আরো অনেক কিছু পাবেন ইরাবতীর পাঠকরা।


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time

 

উচ্চারণ
সৈকত সেন
 
সমস্ত বিষাদভার খুলে রেখে
আলোর পবিত্রতার দিকে ঘুরে দাঁড়িয়েছি
বসন্ত উবে যাওয়া বিবর্ণ পৃষ্ঠাগুলো
রং খুঁজে নিয়েছে আবার
আরও গাঢ় লাল
পতঙ্গ ওড়ার শব্দের মধ্যে
আজকাল সরগম খুঁজি নিই
কথা হারিয়ে গেলেও
অজান্তেই বেজে ওঠে সুর
শব্দগুলো যথেষ্ট নিজের এখন
একান্ত আপন সব আলাপ-কথন
প্রত্যাশার সব সকাল বিকেল
কিরকম আস্ঠেপৃষ্ঠে জড়িয়ে গিয়ে
ঘন হয়ে আসে বুকের কাছে
আঙ্গুলের মাঝখানে নিবিড় হতে থাকে
মায়া ও মন্ত্রের উচ্চারণ।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time

বর্ষা বা বৃষ্টির কবিতা
হিমাদ্রী শেখর

গত বর্ষায় বৃষ্টি হয়নি,
মেঘ বাদলা করেছিল, মন খারাপ করেছিল
কিন্তু বৃষ্টি হয়নি।
রাস্তায় জল জমেনি, কোথাও ব্যাঙ ডাকেনি,
ঝিঁঝি পোকার একটানা কাব্যগ্রন্থও রচনা হয়নি কোথাও,
যদিও পূর্বাভাস বলেছিল বৃষ্টি হবে।
দিনে গ্রহণ এলো, বাজ-ও পড়লো কোথাও কোথাও,
নদী যৌবন ফিরে পেলো,
মৃত্যুহার বেড়ে গেল,
বর্ষাঘুমে পারি দিল দুর্দান্ত সব সাপেরা –
কিন্তু বৃষ্টি এলো না।
আজ আবার বর্ষা এলো,
আবহাওয়া দপ্তর বলছে বন্যা হবে,
শহরে শহরে জারি হচ্ছে ইয়েলো অ্যালার্ট –
কিন্তু জানি,
এবছরও বৃষ্টি হবে না।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
প্রয়োজনই সম্পর্ক
 
সঞ্জয় মল্লিক
 
 
শীতে সদ্য স্নান সেরে
পোশাকের মত খুঁজি।
 
দূরেই থেকো,
গায়ে জড়ালেই
রং খুঁজব,ব্র্যান্ড খুঁজব,
সার্জারি করব।
 
অপারেশন সাকসেস হলে
গলা টিপব,
গরম পেলেই।
 
প্রয়োজনই সম্পর্ক।
প্রয়োজনে রেখো,আয়োজনে নয়।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
সম্পর্ক তৈরির গল্প
মনিমা মজুমদার
 
চলো সম্পর্ক তৈরি করার রাস্তায় হাঁটি
কিছুদিন থেকে যাও বৃষ্টি, রোদ্দুর, ভাঙাবাড়ি ঘিরে
চিন্তার ভিতর থেকে যাও
সেখানে সৃষ্টি করতে পারো কাহিনি মনগড়া
সবাই ভ্রমর চাইতে পারে
চাইতে পারে সম্পূর্ণ একটি পৃথিবী
চলো সম্পর্ক তৈরি করি
কথা দাও শুধু
কখনও আয়না হয়ে উঠবে না
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
শ্যাওলা
সুলগ্না বাগচী
 
মানুষের শরীরে শ্যাওলার বাস
কতটুকু রোদ দিতে পারি রোজ ?
দুপুরের রোদ আনব ভেবেছি ছাদের থেকে
কখন যেন নিবে গেল আলো – ঝুপ করে ,
এক আকাশ যে রোদ ফিকে হয়ে আসে
আমি ভেবেছি সবার জন্য বুঝি ,
মানুষের শরীরে শ্যাওলার বাস
আমি রোদ দিতে পারিনি তাদের
 
শ্যাওলাগুলো ঠিক একই আছে
মাঝে মাঝে এক আকাশ রোদও বুঝি
কম পড়ে যায় তাদের কাছে ৷
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
দুরত্ব
দেবশ্রী রায়
 
 
আজ নয়…কাল নয়…অন্য কোনও দিন….
দেখা হয়নি বহুকাল
হাতে হাত স্পর্শকাতর
দূরে মিলিয়ে যাওয়া অলস দৃষ্টি
নির্জনতা জড়িয়ে আঁচড় কাটে স্মৃতির
দিনের শেষে দু’জন এখন
দু’রকম যুদ্ধজয়ের ইতিহাস লিখি
শারীরিক তাপমাত্রার উপর নির্ভর করে
সমূহ বিচ্ছেদের সূত্র মিলিয়ে নেবার
ফুরসৎ ও ফিরিস্তি
সন্তানের কপালে বার বার হাত রেখে
দীর্ঘ হতে থাকে আয়ুরেখা
আর ওদিকে বৃদ্ধ বাবার পাশে
মায়ের নিশ্চিন্ত ঘুমন্ত মুখে দেখে
তুমিও শেষরাতে এক প্রহর ঘুমিয়ে নাও
একাকি, দায়ভারগ্রস্থ।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
উঃ
পাপড়ি গুহ নিয়োগী
 
মুকুটের তাণ্ডবে
নদীর ঠোঁটে লাল সতর্কতা
 
দাম্পত্য মানে কি শুধুই বীমা?
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
যুদ্ধ সংবাদ
সপ্তর্ষি বনিক
 
জেরুজালেমের শেষ প্রান্তে দাঁড়িয়ে চিঠি লিখছি
 
হাত বাড়িয়ে দিচ্ছি ঈশ্বরের দিকে
 
ফাঁকা তলোয়ারের খাপ নিয়ে বসে আছে এ শহরের ক্লান্ত সৈনিক
মাঝি যুদ্ধজয়ের গান শোনাচ্ছে
 
এক একটি টুকরো জেরুজালেম ছুড়ে দিচ্ছে ভগ্ন রাজা
 
তারপর
 
শেষ বিকেলে তুমি এসে বসলে আমার পাশে
বিকেলের চাঁদ ছুঁয়ে যাচ্ছে আমাদের চিবুক
 
আমরা তুলে রাখলাম কিছু স্মৃতিচিহ্ন
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
খোঁজ
দীপায়ন পাঠক
 
এই দৃশ্যকল্প আমার কাছে নতুন নয়
সময় নিঙরে খোঁজ চলে প্রতিদিন
চিলের মতো উড়ে যায় স্বস্তি
আর আমি সান্তনা দিতে চাই
 
শ্মশানে গিয়ে নামতা পড়ি
নদীকে শোনাই আনকোরা পাণ্ডুলিপি
গাছেদের ঝগড়ায় কান পাতি
সাক্ষী হই পাখিদের সঙ্গমের
 
এরই মাঝে এঁকে ফেলি যাপন
অথবা ছেঁড়া ছেঁড়া রোদ
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
জীবন
জয় দাস
 
মানুষ আসলে তো মায়া,
মৃত‍্যু- জোনাকি হয়ে ছড়িয়ে পড়া মুহূর্ত…
অমাবস‍্যার গায়ে কিছু জীবন লেপ্টে থাকে, এমনই
জীয়ণকাঠির ছোঁয়ায় জোছনা জেগে ওঠে,
মাঝে মাঝে দাবনলও আসে, ঝড়ও ওঠে
তবু অন্ধ সন্ন‍্যাসী সাপের গর্তে পড়বার আগে
মৌচাক থেকে মধুর স্বাদ পায়
ইঁদুর কাটতে থাকে লতাপাতার বন্ধন
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
আবিষ্কার
সুজয় নিয়োগী
 
মনে করো…
ওই দিগন্তরেখায়,
যদি হতো সেদিনের প্রথম দেখা।
তুমি-আমি দুজনে মিলে,
জীবনের ভুল আর অসাফল্যগুলোকে
দূরে সরিয়ে,
এগিয়ে যেতাম মসৃন পথে
 
মনোমালিন্যকে বলতাম,
কাছে না ঘেঁষতে,
অভিমান আর ক্ষোভদের বলতাম,
‘দূর হটো’…
 
আবিষ্কার করতাম,
ভেঙ্গে যাওয়া আয়নার,
জোড়া দেওয়ার ফর্মুলা।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
প্রাচীর
বিনীতা সরকার
 
আমাদের মাঝে ক্রমশ
একটা অদৃশ্য প্রাচীর
মাথা চাঁড়া দিয়ে উঠছে
বহুদিন পরস্পরের চোখে চোখ
না রাখলে যেমনটা হয়
বহুদিন পরস্পরের বুকে
কান না পাতলেও
ঠিক এমনটা হয়
বহুদিন না ছোঁয়ায় না দেখায়
কেমন যেন সব ঝাপসা হয়ে আসে
যেন খুব কাছে এলেও
ঠিক কাছের মনে হয় না
পাশাপাশি বসলেও
ঠিক পাশের মনে হয় না
এভাবেই আস্তে আস্তে
ধীরে ধীরে দু’টো হাত
ক্রমে দূরে সরে গেলে
দুটো পথের বাঁক বদলে যায়
বদলে যায় নদী ও সীমারেখা
তখন এপার থেকে ওপার চলাচল বন্ধ
তখন এপার ওপার দেখাই দায়
উঁচু কাঁটাতারে
স্বপ্ন ছেঁড়া পতাকার মতো ঝুলতে থাকে
তখন একলা পড়ে থাকে
সাধের পুরনো গিটার
ধুলো জমা হারমোনিয়াম
আর সুরে বেজে ওঠে না
একলা একা পাড়ে বসে
গান ধরে পারের মাঝি
মাঝদরিয়ায় তুফান ওঠে
গালে হাত শূন্য জীবন
হেঁটে হেঁটে পৌঁছে যায়
মহাশূন্যে
বানায় শূন্যের উপর ঘরবাড়ি
করে শূন্যের সাথে সহবাস
তখন প্রাচীরের খাঁজে খাঁজে
অযাচিত অনেক মুখ
গজিয়ে ওঠে
আর ঘন শ্যাওলার আস্তরনে
ঢেকে যায় অর্ধেক পৃথিবী
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,North Bengal poetry in this time
হারিয়ে যাওয়া কবিতা
নীলাদ্রি দেব
 
ফিরে যেতে চাইলে হলুদ খসড়া সব
বাদামী স্বরের মতো শোনায়
দুপাশ ঢালু হয়ে এসেছে
যেভাবে স্রোত কেটে থিতিয়ে যাচ্ছে আঁশ
রুপালি মাছেরা ঠিকানা হারিয়ে ফেলে
তবু আমাদের নিজস্ব যাতায়াত ভারি হয়ে আসছে
সময়ের কুঁজে দাঁড়িয়ে
ঘোলাজলেই খুঁজে নিচ্ছি ধূসর দেহের ছায়া

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত