সংকেত পাঠাচ্ছে না বিক্রম
অবতরণের শেষ পনেরো মিনিট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আগেই জানিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। সবকিছু আশানুরূপ ভাবেই এগোচ্ছিল। গোল বাধল একদম শেষ মহূর্তে। বিক্রম যখন চন্দ্রপৃষ্ঠ থেকে আর মাত্র ২.১ কিলোমিটার দূরে, বিজ্ঞানীরা চরম উত্তেজনায়, ঠিক সেই সময় সংকেত পাঠানো বন্ধ করে দিল বিক্রম।
বিমর্ষ প্রধানমন্ত্রী ইসরো ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু, বিজ্ঞানীদের আশ্বস্ত করে বলেছেন, ‘জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভেঙে পড়ার কিছু নেই। আপনাদের সঙ্গে আছি। দেশ আপনাদের জন্য গর্বিত। ‘
তার কয়েক মিনিট পরে ইসরোর চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন, চন্দ্রপৃষ্ঠের ২.১ কিলোমিটার দূরত্বে বিক্রমের সঙ্গে গ্রাউন্ড স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
