| 29 মার্চ 2024
Categories
ক্রিকেট খবরিয়া খেলাধুলা

বিশ্বকাপে ‘অঘটন’ ঘটাবে বাংলাদেশ : গ্রিনিজ

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ‘অঘটন’ শব্দটা বহুদিন ধরে শোনা যায় না। কারণ বাংলাদেশ এখন ওয়ানডেতে শক্তিশালী দল।

বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের নিয়ে অনেক আশা। তবে বাংলাদেশের ক্রিকেটের উত্থানলগ্নের কোচ গর্ডন গ্রিনিজ বহুদিন পর ‘অঘটন’ শব্দটা ব্যবহার করলেন। ৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে পথ দেখানো এই কোচের মতে, আসন্ন বিশ্বকাপে টাইগাররা ভালো খেলে বড় দলের বিপক্ষে ‘অঘটন’ ঘটিয়ে দিতে পারে।

ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই কোচ এখন বাংলাদেশে। তার দেখা বাংলাদেশ দলটি অনেক বদলে গেছে। সেই খবর যে পুরোপুরি তিনি রাখেন না, সেটা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করেননি। বলেছেন, ‘এবার বিশ্বকাপ খেলতে কোন দলটা যাচ্ছে, সেটা জানি না। তাদের সঙ্গে আমি যেহেতু কাজ করি না।

আমার পক্ষে দল সম্পর্কে কিছু বলা কঠিন। ১৯৯৯ বিশ্বকাপে ভীষণ পরিশ্রম করেছিলাম আমরা। এখনকার দল সম্পর্কে পুরোপুরি ধারণা নেই। আমার কাছে অনেকে নতুন, যাদের ঠিক চিনি না। আশা করি, তারা ভালো করবে। ভালো করতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে খেলোয়াড়েরা উন্মুখ। তাদের জন্য শুভকামনা থাকবে। ‘

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েই তিনি বলেন, ‘আশা করি, বাংলাদেশ ভালো করবে। বাংলাদেশ ভালো খেললে অনেক বড় দলের বিপক্ষে অঘটন ঘটিয়ে দিতে পারে। বাংলাদেশ অনেকটা ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের মতো (আনপ্রেডিক্টেবল)। একদিন হয়তো তারা ভীষণ ভালো খেলে; আবার পরের দিনই মোটেও ভালো ক্রিকেট খেলে না। আশা করি, এই টুর্নামেন্টে তারা ধারাবাহিক ভালো খেলবে। অন্যবারের তুলনায় এবার টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন। অনেক খেলা হবে এবার। এই দলটা অবশ্য আগের চেয়ে অনেক স্থিতিশীল, অনেক ধারাবাহিক। আশা করি ভালো করবে। ‘

‘অঘটন’ শব্দটি সাংবাদিকদের কাছে ধাক্কার মতো লাগায় গ্রিনিজকে ব্যখ্যা করতে হয়। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ অনেক ভালো করছে। তবে তাদের ধারাবাহিকতার সমস্যা আছে। আসলে এখন আপনি বলতে পারবেন না, অমুক দলটা ক্রিকেট বিশ্বে রাজত্ব করে যাচ্ছে। বেশির ভাগ দল এক-দুই বছর শীর্ষে থাকছে আবার নিচে নেমে যাচ্ছে। পুরো টুর্নামেন্টে প্রতিটি দলই শেষ চারে যেতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করবে। একজন দর্শক হিসেবে চাইব, প্রতিটি ম্যাচই যাতে উপভোগ্য হয়। হ্যাঁ, অবশ্যই দেখতে চাইব বাংলাদেশ ভালো করুক। ‘

সূত্রঃ কালের কন্ঠ

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত