| 20 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

প্রগতির পথে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

যে স্বপ্নগুলোর হাত ধরতে চেয়ে
পা বাড়িয়েছিলাম পথে একদিন
সেখানে অসীম শূন্যতার কাহিনী
আমাকে রঙিন করেছে।
আমি দিগম্বর হতে চেয়েছি
চেয়েছি উল্কার গতিতে ছুটে যেতে অথচ
হাতের কমন্ডুলু ভারী হয়ে গিয়েছে
চলতে পারিনি কিছুতেই।
স্বাতী নক্ষত্রের কিছু ভালবাসা আনতে চেয়ে
সময়ের হাত ধরেছিলাম একদিন
আমার হাতের চেটোয় কিছুটা ঘৃণা রেখে
সে বলেছিল স্পর্ধা তো কম নয়!
জানতে চেয়েছিলাম—এতো স্পর্ধা নয়
এতো জন্মের অধিকার। তবে কেন এ বঞ্চনা?
একরাশ হেসে বলেছিল,
পুব পশ্চিমের মিলন ঘটাতে পারো না তুমি
—কিসের অধিকার তোমার?
পুব পশ্চিম মেলাবার দায় কি আমার?
হেসে বলে ,তোমার আমার বলে কিছু নেই
প্রগতির পথ ধরে চলাটাই অধিকার।
বুঝতে পারি প্রগতির পথে চলতে চলতে
নিজেই কিভাবে যেন রঙিন হয়ে গিয়েছি!

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত