জীবনের ছবি
মানুষের জীবন বিভিন্ন অধ্যায়ে বিভক্ত। কোনো অধ্যায় হয় সুখকর আবার কোনো কোনো অধ্যায় হতে পারে অসহনীয় নিরবধি দুঃখে রচিত। কোনো অধ্যায় আবার এই দুই সুখ-দুঃখের অনুভূতির সংমিশ্রণে অনেক সময় ঘোলাটে হয়ে যেতে পারে। একজন মানুষের জীবনের অভিজ্ঞতাগুলো অন্যদের জন্য আনন্দ অথবা দুঃখের দৃশ্য বয়ে নিয়ে আসে। অন্যের দুঃখে আমরা দুঃখিত হই আবার অন্যের আনন্দে আমরা আনন্দিতও হই। চন্দ্রানী বসুর ক্যামেরায় ধরে রাখা এমন কিছু জীবনের ছবিই আজ থাকছে।

মৃতদের অবয়বগুলো এখন কোথায়?

সূর্যালোক করুণ বালুকারাশি
আমরা সবাই পড়ে যাই
মুখ থুবড়ে পতিত হই;


জীবন আমার জন্য স্ফটিকস্বচ্ছ সিঁড়ি নয়
এ পথে পেরেক বিছানো
এবং কাচ চূর্ণে ভরা

নই জাহাজের কারিগর, নই রাজমিস্ত্রি
আমি আছি দুই কাজে, আছি দ্বৈত সত্তায়–
রাতের বন্ধু আর দিনের নিন্দুক ।

অথবা ঘাসে ঢাকা বিশাল প্রান্তর