লিচুগাছ
পি.এইচ.ডি ফেলোর মুখের জলন্ত সিগারেটের ছাই
কিছু গ্যাস ক্ষুধায় কাতর হয়ে খেলে ফেলে,
অজরদের চুল হতে তাচ্ছিল্যের খুশকি ঝরে
বানান অভিধান লজ্জিত,তার স্বকীয়তা বুড়িগঙ্গায় সাঁতরাচ্ছে
যে সন্ত্রাসী, সে ছিল উইপোকা-প্লাসেন্টার যুগে।
আস্ত মানুষের চামড়া কেনার লোভে
আরেক মানুষ নিজের বিশ্বাসকে ভাবে অবিশ্বাস,
ধাতুর প্রতিবাদে বরেণ্যরা ব্যক্তিত্ব নিলামে বিসর্জন দেয়
আপডেটেড সফটওয়্যারের দাপট বিভ্রান্ত করে বাসের হেলপারদের,
ফলে ভিডিও চ্যাটের যত লজ্জা-তা গিলে ফেলে ওয়ালে সাঁটা মাটির টিকটিকি।
আরশোলার গিজার্ডে চূর্ণ খাদ্য যখন সময়কে ধীর করে
এনিমিয়ায় আক্রান্ত শিশুরা তখন লাইব্রেরিতে বন্দি হয়,
সেলুনে চুল কাটার যে ভিড়-তার চেয়েও বেশি ভিড় পাবলিক টয়লেটে,
পাঁচ টাকার রূপ যখন দশ টাকা
-মিছিল জন্মায় তখন এন্টিদের গর্ভে।
ভ্রমণ
মা যাচ্ছেন কবর ভ্রমণে
যাবার সময় বললাম-“মা,আর ফিরবে না?”
মা বললেন-“সেটা তো সম্ভব না,বাবা।বরং তুই একদিন চলে আসিস।”
ঢাকা শহর শাসন
খড়ের সিংহাসনে বসেছে
এক অজাত পাতিহাঁস,
শরদিন্দুর মৃত্যু-ভাঙা সেতুর পিলার
আইডি-কার্ড হারানো দারোয়ান
-সবই তার প্রজা।
স্যান্ডেলের ওম চিন্তিত
ব্যবহারিক অর্থে যত পোলারায়ন
দ্বিচিরে জন্মে-
পাঁতিহাসটি সেখানে তাপমাত্রা খন্ড খন্ড করে।
ফুলার রোডের বটগাছ
প্রতি রঞ্জনরশ্মির হিসাব,
বেরেশতার বাদামি দূর্ঘটনা
সবই ট্র্যাডিশনের ভাঙচুর,
অজাত করছে-
ঢাকা শহর শাসন।
অর্ণার বিয়ে
(প্রিয় গণহত্যা)-অর্ণার বিয়ে সামনে
চুম্বনের সোহাগ সাক্ষী-এতে ডিভোর্সের ভবিষ্যত নেই।
(প্রিয় গণহত্যা)-অর্ণার বিয়ে হবে
কাটা চর্বির উত্থান-লালাশাক প্রতিদিন রান্না হবে।
(প্রিয় গণহত্যা)-অর্ণার হবে বিয়ে
বুকের লোমের আদর-লাল জিহ্বায় মায়াবোধ কামড়।
(প্রিয় গণহত্যা)-অর্ণার হঠাৎ বিয়ে
অংশুমালীর সূর্য-পাতানো ভাইয়ের সেক্সলাইফ জঘন্য।
(প্রিয় গণহত্যা)-অর্ণা বিয়েতে রাজি
অমরত্ব না-চল্লিশ বছর বয়সের পর মৃত্যুর আরজি

কথাসাহিত্যিক