সুবিমল বসাকের কবিতা
আজ ১৫ ডিসেম্বর হাংরি জেনারেশনের কবি ও সম্পাদক সুবিমল বসাকের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
পীরিতের খেলা
সারারাত্র বাত্তি আঙাইয়া আমি আর উই শুইয়া কাটাই
নীল হেজহানে লাগালাগি চাম ছেঁওয়াইয়াও কতো আল্গা আছি
অর চ্যারায় কুনো পীরিতের চিন্হী নাই
আমার চ্যারায়ও কুনো পীরিতের চিন্হী নাই
ভয়ান্নক রূপ দেহনের ডরে আমরা দুইজনে চোক্ষু জুইব্বা আছি
তবও নিষ্ঠুরের লেহান আওগাইয়া
কয় দণ্ড মুহূর্ত
কিছুটা সময়-ওক্তো
আমরা ‘পীরিতের খেলা-পীরিতের খেলা’ খেলি।”
বিয়ার গীত
প্রতি রাত্র
আমার লগে বেইমানি করে ম্যায়ামানুষের লেহান
নিখুঁত
ম্যায়ামানুষের লগে
অহন আর কোনো সম্পক্ক নাই আমার
তবভি
পুরানা স্মৃতি
আমারে বারবার ছোবল মারতে থাকে
আমি তাগো ভালাবাসি
ভালবাসার গাঢ়ভাব না দেইহা।
নিখুঁত
ম্যায়ামানুষের লগে
অহন আর কোনো সম্পক্ক নাই আমার
তবভি
পুরানা স্মৃতি
আমারে বারবার ছোবল মারতে থাকে
আমি তাগো ভালাবাসি
ভালবাসার গাঢ়ভাব না দেইহা।
হাবিজাবি – ১৯
তোমার ওই ব্যবহার-তরিবতে আলগা-পীরিত ছাপাইয়া ওঠে
দেহন-মন্তরে সীনার ভীৎরে যন্তন্না টাটায় আমি আওগাইয়া যাই তোমার লাগ্ পুরানা ঘটনা রক্তে অহন বিষের লেহান্ সময়েতে ছোবল মারে নীল নীল তোমার লগে মেল বয়না এতটুক্ তবভি আওগাইয়া যাই তোমার লাগ
ধোন্ধের লেহান কেবল ঘুইর্যা মরি।
তোমার ওই ব্যবহার-তরিবতে আলগা-পীরিত ছাপাইয়া ওঠে
দেহন-মন্তরে সীনার ভীৎরে যন্তন্না টাটায় আমি আওগাইয়া যাই তোমার লাগ্ পুরানা ঘটনা রক্তে অহন বিষের লেহান্ সময়েতে ছোবল মারে নীল নীল তোমার লগে মেল বয়না এতটুক্ তবভি আওগাইয়া যাই তোমার লাগ
ধোন্ধের লেহান কেবল ঘুইর্যা মরি।
হাবিজাবি – ২৬
২৬নং রাস্তার চৌমাথায় আইয়া দেহি
ম্যায়ামানুষ খাড়াইয়া আছে সটান
শরীল লইয়া আওগাইয়া আহে, পুরুষের হুম্কে
আমি আঙুলের ইশারা করতেই খোলস্ ছিড়্যা বাইরইয়া পড়ে লাল ফুল
সোন্দর পাপড়ি ছিড়্যা দাঁতে চাবাইয়া দেহি,
অহন আর কুনো সোয়াদ পাই না
গাড়ীর লামাৎ কেউ চাপা পড়লেও অস্থির হই না
এই শহরের নিশ্বাসে আমার কইল্জা পুইড়্যা গেছে
আন্ধারে কেবল বিড়ালের লাল চক্ষু জ্বল জ্বল করে
২৬নং রাস্তার চৌমাথায় আইয়া দেহি
ম্যায়ামানুষ খাড়াইয়া আছে সটান
শরীল লইয়া আওগাইয়া আহে, পুরুষের হুম্কে
আমি আঙুলের ইশারা করতেই খোলস্ ছিড়্যা বাইরইয়া পড়ে লাল ফুল
সোন্দর পাপড়ি ছিড়্যা দাঁতে চাবাইয়া দেহি,
অহন আর কুনো সোয়াদ পাই না
গাড়ীর লামাৎ কেউ চাপা পড়লেও অস্থির হই না
এই শহরের নিশ্বাসে আমার কইল্জা পুইড়্যা গেছে
আন্ধারে কেবল বিড়ালের লাল চক্ষু জ্বল জ্বল করে
