| 3 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

পাহাড় ও প্রশ্ন

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

কোথায় পৌঁছাবে এটা না ভেবেই শুরু হল দৌঁড়। তুমি জানতে পাহাড়ের কাছে এসে সবাই থেমে যাবে। সংগোপনে তাই চেয়েছিলে বিশ্রাম, ঝুঁকে থাকা অন্ধকারে সবুজ ঝর্ণার পাশে। আমরা কেউ ভাবছিলাম নদী,বনস্তোত্র কারো চিৎকারে। ঈর্ষায় তুমি হাসি হাসি মুখ,গলায় পলাশের মালা। যেন জেনে গেছ,অবান্তর গল্প কে বয়ে নিয়ে শেষে,শুধু ছুঁড়ে দেয় পাতার আড়ালে নিত্যযাপনের খাতা। সেখানে কাগজের মত হাল্কা রোদ নরম আলো, মাথায় পাখিসংহতি; ঘুম এসে পড়ে নিভন্ত শরীরে। শুয়ে বসে আমরা বলেছি শব্দহীন লিমেরিক, বিরতিচিহ্ন ঘুরে দেখেছে স্যানাটোরিয়াম। খসড়া তুলে রাখলে চোখে,কাল কি গান হবে? দুলে দুলে নাচ?
রাতের পোষাক থেকে আত্মার ধ্বনি বহু দূরে হাঁটে। তারাখসা মাঠের ধারে হারায় প্রাচীন ভাষা। জারুলের শাখায় কাটা ঘুড়ি; নদীর মত খাত ভেজা স্বাদ, মাটি মাটি। বেঁচে থাকতে থাকতে আমরা স্বার্থপরতা শিখব না? চমকে তাকাব না সুন্দরে,আকাশের নীচে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত