| 10 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া

ছাত্রীদের নগ্ন করে পরীক্ষা পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে, নিন্দার ঝড় সারা দেশে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসের শৌচালয়ে পাওয়া যায় একটি ব্যবহৃত স্যানিটারি প্যাড। কে এই কাজ করেছে তা জানার জন্য এরপর সেই হোস্টেলের প্রায় ১২ জন ছাত্রীকে নগ্ন করে পরীক্ষা করা হয়।

আজকের দিনেও পঞ্জাবের ভাটিন্ডায় রয়েছে এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের সঙ্গে কথা বলতেও দেওয়া হয় না ছাত্রীদের। সেই অকাল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার এমন এক অভিযোগ উঠল, যাতে নিন্দার ঝড় বয়ে গেল সারা দেশ জুড়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসের শৌচালয়ে পাওয়া যায় একটি ব্যবহৃত স্যানিটারি প্যাড। কে এই কাজ করেছে তা জানার জন্য এরপর সেই হোস্টেলের প্রায় ১২ জন ছাত্রীকে নগ্ন করে পরীক্ষা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে পড়ুয়ারা। কর্তৃপক্ষ প্রথমে এই নগ্ন করে পরীক্ষা করার ঘটনাকে সামান্য ভুল বলে এড়িয়ে যেতে চাইলে ক্ষোভ আরও বেড়ে যায়। প্রায় ৬০০-৭০০ জন ছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করে। চাপের মুখে পড়ে  দুই মহিলা ওয়ার্ডেন ও দুই মহিলা নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফলতির অভিযোগ আনা হলেও কোনও আইনি পদক্ষেপ করেনি বিশ্ববিদ্যালয়।

সূত্রঃ এবিপি

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত