জোনাকি
আমার চারপাশে অসংখ্য জোনাকি ঘুরে বেড়াচ্ছে
চেষ্টা করছে আমার শরীরে ঢোকার
তারপর ধীরে ধীরে আলোয় আলোয় ভরে তুলছে
বুকের ভেতরে অন্ধকারতম জায়গাকে
আমি এক আশ্চর্য জ্যোতিতে ভরে যাচ্ছি
চারদিকে এক অদ্ভুত আলোর বলয়
আমি ভাসছি হাওয়ায়, পাখির পালকের মত
ক্রমশ উপরে উঠছি জ্বলন্ত ফানুসের মত
অভিকর্ষের টান ছাড়িয়ে হারিয়ে যাওয়ার আগেই
আবার ফিরে আসি এই ঘরপৃথিবীর কাছে
আবার, জোনাকির সাহচর্য পেতে, বুক ভরে…

পদার্থবিদ্যার ছাত্র হলেও সাহিত্যচর্চা মন জুড়ে। ভালোবাসি কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ লিখতে । নিয়মিত বিভিন্ন পত্রিকায় লিখি। কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিতব্য। আলিপুরদুয়ার জেলায় জন্ম হলেও অধুনা কোচবিহার বাসী। পেশায় সরকারি আমলা।