| 28 মার্চ 2024
Categories
খবরিয়া

থেমে গেল বাংলা কবিতার অন্য স্বর পার্থপ্রতিম কাঞ্জিলাল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

‘যশোর, সবুজ ট্রেন, তুমি কি এখন/অন্য কোনো বালকের মর্মে এসে পড়ো?’ না, আর কোনও বালকের মর্মেই এসে পড়বে না বাংলা কবিতার এই স্বতন্ত্র অনন্য নির্জন স্বর। কেননা, চলে গেলেন এই পঙক্তির রচয়িতা সত্তরের দশকের বিশিষ্ট কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল। 

২৯ সেপ্টেম্বর সকালে দমদম এলাকার তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরেই ভুগতে থাকা এই কবি। জন্ম ১৯৪৯ সালের ২৩ ডিসেম্বরে। আত্মমগ্ন কবি হিসেবেই তিনি বরাবর পরিচিত। তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় ‘ইমন’ পত্রিকায়, ১৯৬৫ সালে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দেবী’ বেরয় ১৯৭০ সালে। কিছু দিন আগেই তাঁর কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল– ‘রাত্রি চতুর্দশী’, ‘বর্ণজীবের সনেট’,’সাদা পাথরের গোলাপগুচ্ছ ‘।

বাংলা কবিতার মূল উদযাপন ক্ষেত্র থেকে একটু এই সরে-থাকা কবিটির একটি নিজস্ব পাঠকবৃত্ত গড়ে উঠেছিল। তাঁর মৃত্যুতে সেই ভিন্ন বর্গের পাঠকদের পাশাপাশি কবি-মহলেও নেমে এসেছে শোকের ছায়া।  

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত