দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal and #TeamIndia great @sachin_rt greet #TeamIndia ahead of the #PinkballTest pic.twitter.com/ldyrKjbxrE
— BCCI (@BCCI) November 22, 2019
অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ গোলাপী বল টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal ring the bell at the iconic Eden Gardens.#PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/a0e3Oh8Ygd
— BCCI (@BCCI) November 22, 2019
প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ফ্লপ শো দেখিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ ইডেনেও সেই ধারা অব্যহত ৷ এদিন নেমে থেকে পরপর আউট হতে থাকেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷
এদিন বাংলাদেশি ওপেনার শাদমান ইসলাম ২৯ রান করেন ৷ এছাড়াও ২৪ রান করে রিটাযার্ড হার্ট হয়ে যান লিটন দাস ৷ এছাড়া ১৯ রান করেন নাঈম হাসান ৷ চারটি ব্যাটসম্যান শূন্য রান করেন ৷ এছাড়া বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷